ওয়েব ডেস্ক: নজির গড়লেন দীপ্তায়ন ঘোষ। বাংলার কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হলেন ক্ষুদে এই দাবাড়ু। ভিয়েতনামে চলা HD BANK CUP INTERNATIONAL OPEN-এ রবিবার ড্র করে গ্র্যান্ডমাস্টর হওয়ার নিশ্চিত করলেন দীপ্তায়ন। দুহাজার তেরো ও পনেরো সালে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম দুটো বাধা টপকান এই দাবাড়ু। এবার সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে কঠিন টুর্নামেন্টে সতীর্থ স্বপনীল ধোপাডের সঙ্গে ড্র করে গ্র্যান্ডমাস্টার হলেন বাংলার দাবাড়ু। বাংলার সপ্তম গ্র্যান্ডমাস্টার হলেন দীপ্তায়ন। কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হয়ে পিছনে ফেলে দিলেন দিবেন্ডু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি, নীলোতপল দাসদের।