Tokyo Paralympics 2020: ব্রোঞ্জ জিতেও খোয়ালেন Vinod Kumar!
শেষ পর্যন্ত ব্রোঞ্জ হারালেন বিনোদ কুমার!
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ডিসকাস থ্রোয়র বিনোদ কুমার সোমবার ব্রোঞ্জ পদক খোয়ালেন। এফফিফটিটু ক্যাটাগরিতে গতকাল ব্রোঞ্জ জিতেছিলেন প্রাক্তন সেনা। প্যারালিম্পিক্স প্রতিযোগিতার প্যানেল তাঁর অক্ষমতার মূল্যায়ন করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। গতকালই ডিসকাসের এফ-ফিফটিটু ফাইনালের ফলাফল স্থগিত রাখা হয়েছিল।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: Vinod Kumar-র পদক জয় অনিশ্চিত! স্থগিত ফাইনালের ফলাফল
একাধিক দেশের প্রতিদ্বন্দ্বীরা বিনোদের প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরেই প্যারালিম্পিক্স কম্পিটিশন কমিটি বিষয়টি খতিয়ে দেখে। প্রতিযোগিতার ক্লাসিফিকেশন প্রক্রিয়া পর্যালোচনার পর্যায় রাখা হয়েছিল। এদিনই জানিয়ে দেওয়া হয় যে, বিনোদ ব্রোঞ্জ জয়ী নন!
দেশের প্যারা অ্যাথলিটদের পদক জয়ের মাঝেই দুঃসংবাদ! গতকাল ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন বিনোদ। এর সঙ্গেই এশিয়ান রেকর্ড করেন তিনি। সেই থ্রোয়ের সুবাদে প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।
দেখতে গেলে রবিবাসরীয় প্যারালিম্পিক্সে ভারতের জন্য স্মরণীয় হয়ে ছিল। সকালে দেশকে টেবিল টেনিসে রুপো এনে দিয়েছিলেন ভাবিনা কুমার। বিকালে হাই জাম্পে রুপো জেতেন নিষাদ কুমার। পরে সন্ধ্যায় বিনোদের ব্রোঞ্জ জয়ের খবর আসে।
এফফিফটিটু অ্যাথলিটদের দুর্বল পেশী শক্তি, চলাফেরার সীমাবদ্ধতা, অঙ্গের ঘাটতি বা পায়ের দৈর্ঘ্যের পার্থক্যের মতো বিষয়গুলি থাকে, যেখানে ক্রীড়াবিদরা সার্ভিকাল কর্ড,স্পাইনাল কর্ডে চোটের জন্য বসে পারফর্ম করেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)