ওয়েব ডেস্ক: আর মাত্র ৫ দিন। তারপরই শুরু হয়ে যাবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে বুধবার প্রকাশিত হল ৩২ জন শীর্ষ বাছাইয়ের তালিকা। তবে সেই তালিকায় থাকতে ব্যর্থ হলেন দুই বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুষদের মধ্যে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ নামছেন পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন খেতাবের লক্ষ্যে। কেরিয়ারে ১৭টি গ্র্যান্ড স্লামের রেকর্ডধারী এভারগ্রিন রজার ফেডেরার দ্বিতীয় বাছাই। অন্যদিকে, মহিলাদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসে নামছেন মেলবোর্ন পার্কে ষষ্ঠ খেতাবের লক্ষ্যে। অবসর নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন লি না। আজারেঙ্কা ২০১৪ সালের মরসুমের শেষে ৩২তম স্থানে থাকলেও ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডে পরাজয়ের পর এখন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে রয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাই বাদ পড়েছেন সেরা ৩২ তালিকা থেকে।


প্রতিবারের মতো এবারও চিন্তায় ফেলেছে মেলবোর্ন পার্কের তাপমাত্রার পারদ। তবে তাতে একটুও কমছে না বছরের প্রথম গ্র্যান্ডস্লাম নিয়ে উত্তেজনার পারদ।


পুরুষদের সেরা বাছাই ১০-


১. নোভাক জোকোভিচ(সার্বিয়া)
২. রজার ফেডেরার(সুইজারল্যান্ড)
৩. রাফায়েল নাদাল(স্পেন)
৪. স্ট্যান ওয়ারিঙ্কা(সুইজারল্যান্ড)
৫. কেই নিশিকোরি(জাপান)
৬. অ্যান্ডি মারে(গ্রেট ব্রিটেন)
৭. টমাস বার্ডিচ(চেক রিপাবলিক)
৮. মিলোস রাওনিক(কানাডা)
৯. ডেভিড ফেরেরা(স্পেন)
১০. গিগিয়ের দিমিত্রভ(বুলগেরিয়া)


মহিলাদের সেরা বাছাই ১০-


১. সেরেনা উইলিয়ামস(মার্কিন যুক্তরাষ্ট্র)
২. মারিয়া শারাপোভা(রাশিয়া)
৩. সিমোনা হালেপ(রোমানিয়া)
৪. পেত্রা কিতোভা(চেক রিপাবলিক)
৫. অ্যানা ইভানোভিচ(সার্বিয়া)
৬. আগনেয়াস্কা রাদওয়ানস্কা(পোল্যান্ড)
৭. ইউজিনি বুশার(কানাডা)
৮. ক্যারোলিন ওজনিয়াকি(ডেনমার্ক)
৯. অ্যাঞ্জেলিক কার্বার(জার্মানি)
১০. একতারিনা মাকারোভা(রাশিয়া)