ওয়েব ডেস্ক: সকাল থেকেই আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা। গরম তেমন একটা নেই। তবুও কলকাতা শহরের পারদ চরমে। সকাল থেকেই ব্যস্ত শহর আজ অন্য মেজাজে। ২২ গজের যুদ্ধ খাতায় কলমে বিরাট কোহলি, শাহিদ আফ্রদিদের হলেও সৈনিক যেন সবাই। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরুতেই নিউজিল্যাণ্ডের কাছে ধাক্কা খেয়ে ব্যাকফুটে ভারত। জামাথার টার্নার পিচ বুমেরাং হয়ে গিয়েছিল টিম ইণ্ডিয়ার কাছে। তাই দ্রুত বিদায় আটকাতে 'ডু আর ডাই' ম্যাচে ভারতে কাছে জয় ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। অন্যদিকে, এই ইডেনকে সাক্ষী রেখেই আফ্রিদির দুরন্ত ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। তবে আশা করা যায় ইডেনের পাটা পিচ নাগপুরের দুঃস্বপ্ন কাটাতে সাহায্য করবে বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের। কোহলির ব্যাটিং সামলে নিলেও আমির, ওয়াহাব রিয়াজরাও যে 'ফ্যাক্টর' হতে পারেন তাঁর ট্রেলর দেখা গেছে এশিয়া কাপে। ভারত-পাকিস্তান ম্যাচের আবেগগে সঙ্গে রেখে ভারতীয় ব্যাটিং অর্ডার পাক বোলিং অ্যাটাককেকে কতটা কাবু করতে পারে তা এখন সময়ের অপেক্ষা।


রান রেটে পিছিয়ে শুরু করলেও বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত সবসময়ই পাকিস্তানের থেকে এগিয়ে। বিশ্বকাপের মঞ্চে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। অন্যদিকে উল্টো পরিসংখ্যানও আছে। ইডেন গার্ডেন্স সবসময়ই 'মেন ইন গ্রিণ'দের 'লাকি চার্ম'। চিরশত্রুদের লড়াইয়ে আজকের ইডেন কি পারবে নতুন রেকর্ডের জন্ম দিতে?