ওয়েব ডেস্ক: বাংলাদেশের কাছে শেষ টেস্টে হেরে ভারতে এসেছে ইংল্যান্ড। মাত্র ১৯ বছরের স্পিনারের কাছে পর্যুদস্ত হয়ে আসার পর ভারতে অশ্বিন-জাদেজাদের সামনে ইংরেজরা কিছু করে দেখাতে পারবেন, এমনটা কল্পনাও করছেন না, প্রাক্তন ইংরেজ ক্রিকেটাররা। শুধু প্রাক্তনরাই বা কেন! ইংরেজদের মনোবল কতটা তলানিতে, সেটা বোঝা যাবে স্টুয়ার্ট ব্রডের কথা শুনলেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


ব্রড আপাতত ১০০ টেস্ট খেলার সামনে দাঁড়িয়ে। তিনি রাজকোটে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে যা বললেন, 'ভারতে আমরা একেবারে আন্ডারডগ হিসেবেই খেলতে এসেছি। খুব আন্ডারডগ। কারণ, ভারতীয় দল কয়েকদিন দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তারউপর এবার ওরা খেলবে দেশের মাটিতেই। তাই বুঝতে পারছি না, ভারত থেকে আমাদের ঠিক কী পাওয়ার আছে।' তাহলেই বুঝুন, বিরাট কোহলির দল কতটা দুর্বল মনের প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছেন।


আরও পড়ুন  রাবাদা, বাভুমা, ডুমিনি, এলগারদের দাপটে অস্ট্রেলিয়া ঘরের মাঠেও টেস্টে কুপোকাত্