নিজস্ব প্রতিনিধি : না থেকেও যেন বিশ্বকাপে রয়ে গিয়েছে আর্জেন্টিনা। নেস্তর পিতানার বাঁশির সুরে। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালে তাঁর হাতেই থাকবে ম্যাচের রাশ। আর এই পিতানা হচ্ছেন মেসিদের দেশের লোক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রিফিউজি ক্যাম্প থেকে বিশ্বকাপ ফাইনাল, রূপকথার উড়ানে মদ্রিচ


একসময় অভিনয় করতেন আর্জেন্টিনার এই জনপ্রিয় রেফারি। এখন অবশ্য তিনি শরীরচর্চার শিক্ষক। ফুটবলের বাঁশি হাতে তিনি মাঠে নামছেন সেই ২০০৭ সাল থেকে। ৪৩ বছর বয়সী এই রেফারি রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত পরিচালনা করেছেন চারটি ম্যাচ। পিতানার অধীনে এই বিশ্বকাপে ফ্রান্স-ক্রোয়েশিয়া দুই দলই খেলেছে। শেষ ষোলোয় ডেনমার্ক-ক্রোয়েশিয়া আর ফ্রান্স-উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও রেফারি ছিলেন তিনি।


আরও পড়ুন-  জানেন, বিশ্বকাপ জয়ী দল কত টাকা পুরস্কার পাবে?


২০০৬ বিশ্বকাপে শেষবার ফাইনাল খেলেছে ফ্রান্স। সেই ম্যাচেও রেফারি ছিলেন এক আর্জেন্টাইন। তাঁর নাম হোরাসিও এলিজান্দো। সেই ম্যাচে তিনি জিনেদিন জিদানকে লাল কার্ড দেখিয়ে ফরাসী সমর্থকদের কাছে এখনও খলনায়কের মতো। এক যুগ পর আবার ফাইনালে আর্জেন্টাইন রেফারির তত্ত্বাবধানে খেলবে ফ্রান্স। এ যেন এক অদ্ভুত সমাপতন। ফাইনালে পিতানার সহকারী হিসাবেও থাকবেন দুজন আর্জেন্টাইন। হারনান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি।