নিজস্ব প্রতিনিধি : বড় ম্যাচের মাঝে মাঠে কুকুর ঢুকে পড়ার মতো ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কুকুর পেনাল্টি বাঁচিয়ে দিচ্ছে, এমন কাণ্ড কখনও শুনেছেন! এরকমই একটা কাণ্ড ঘটে গেল বটে। পোষা কুকুর আচমকাই গোলকিপার হয়ে উঠল। বাঁচিয়ে দিল গোলমুখী শট। যা দেখে শট নেওয়া ফুটবলার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আর গোলকিপারের অবস্থাও ততক্ষণে দেখার মতো। শট যখন মারা হচ্ছিল, তখন গোলপোস্টের ধারে-কাছেও ছিল না পোষ্য কুকুরটি। কিন্তু প্লেয়ার শট নেওয়ার পর কার্যত উড়ে এসে গোল বাঁচিয়ে দিল। ঘটনার আকস্মিকতা মাঠে হাজির সবাইকেই প্রায় চমকে দিয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ৭ লক্ষ টাকা জরিমানার বিনিময়ে ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান তুলে নিল ফেডারেশন


ঘটনাটা ঠিক কোথাকার তার কোনও বর্ণনা পাওয়া যায়নি। তবে ইউ টিউবে এই কুকুরের পেনাল্ট বাঁচানোর ঘটনাটা বেশ ভাইরাল হয়ে উঠেছে। দেখে এটুকু বোঝা যাচ্ছে, স্থানীয় কোনও লিগের ম্যাচের ঘটনা। সেখানেই পেনাল্টি শেভ করার মতো কঠিন কাজ করছে এক কুকুর। বিশ্ব ফুটবলের ডাকাবুকো গোলকিপাররা পেনাল্টি শট শেভ করছেন, এমন তো অনেক দেখেছেন! কখনও কোনও কুকুরকে পেনাল্টি শেভ করতে হয়তো দেখেননি। সেই ম্যাচে দেখা যাচ্ছে গোলকিপার যখন ভুল দিকে আন্দাজ করে ডাইভ দিয়ে বল মিস করছেন, তখন ছুটে এশে পেনাল্টি বাঁচিয়ে দিল এক কুকুর। দেখে তাকে পোষ্য কুকুর বলেই মনে হতে পারে।


আরও পড়ুন-  আই লিগের মুকুটে নতুন পালক, লা লিগার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতীয় ফুটবল?


এর আগে বহুবার দেখা গিয়েছে, কুকুরের জন্য মাঠে খেলা বন্ধ হয়ে গিয়েছে। নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে ফুটবলারদেরও অনেকবার কুকুরের পিছনে ছুটতে দেখা গিয়েছে। আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো দলগুলোর ম্যাচও মাঠে কুকুর ঢুকে যাওয়ার বেশ কিছুক্ষণ বন্ধ থেকেছে। এমনও হয়েছে। কিন্তু কুকুর পেনাল্টি বাঁচিয়ে দিচ্ছে, এমন ঘটনা বিশ্ব ফুটবলে বিরল।