ওয়েব ডেস্ক : সেঞ্চুরির লক্ষ্যে খেলি না। ব্যাটিং করার সময়ে ম্যাচ বের করার কথাই মাথায় থাকে। জানালেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিনের ম্যাচে এখনও প‌র্যন্ত ৩০ সেঞ্চুরি রয়েছে বিরাটের ঝুলিতে। সামনে রিকি পন্টিং ও সচিন তেন্ডুলকর। এহেন বিরাটকে বড়সড় সার্টিফিকেট দিয়েছেন বীরেন্দ্র সহবাগ। বীরুর মন্তব্য, সচিনের রেকর্ডও ভেঙে দিতে পারে কোহলি।


একদিনের ম্যাচে এতগুলো সেঞ্চুরি করার পেছনে রহস্য কী? সংবাদ মাধ্যমে কোহলি জানিয়েছেন, সেঞ্চুরি করার কথা মাথায় রেখে ক্রিজে নামি না। তাই হয়তো সেঞ্চুরি করতে পারি। সেঞ্চুরির কথা মাথায় থাকে না বলেই কোনও চাপে থাকি না। আমার কাছে বড় ব্যাপার হল ম্যাচ বের করা।


শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার একদিনের সিরিজে ভারতের সামনে অস্ট্রেলিয়া। অজিদের সহজে হারানো সম্ভব হবে না। তবে টিম ইন্ডিয়া শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। তার আগে নিজের পারফর্মেন্সের কথা বলতে গিয়ে কোহলি বলেন, ৯৮ বা ৯৯-তে নটআউট থাকলেও আমার কাছে কিছু ‌যায় আসে না। আসল ব্যাপার হল দলকে জেতানো। তাই শেষপ‌র্যন্ত আমি ক্রিজে টিকে থাকতে চাই। মাঠে নামলে নিজের ১২০ শতাংশ দিতে চাই। ‌যতদিন খেলব ততদিন শতরানের জন্য খেলব না। ওটা আমার নিজস্ব খেলা নয়।


আরও পড়ুন-বিসর্জন বিধিনিষেধ নিয়ে মমতাকে ফের একবার তোপ দাগলেন দিলীপ