নিজস্ব প্রতিবেদন: আসন্ন ইংল্যান্ড সফরে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) না থাকা নিয়ে একাধিক মিডিয়ায় অনেক কালিই খরচ হয়েছে। 'সুইং কিং'কে নিয়ে সম্প্রতি উঠে এসেছিল এক চাঞ্চল্যকর রিপোর্ট। শোনা যাচ্ছিল তিনি নাকি আর টেস্ট ক্রিকেটই খেলতে চান না। অনেকে এও মনে করছিলেন যে, পাঁচদিনের ক্রিকেট খেলার মতো সেই ফিটনেস ভুবির আর নেই। যে কারণে নির্বাচকদের টেস্ট দলের ভাবনায় তিনি নেই বিগত তিন বছর। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:ক্রিকেটের এই ফর্ম্যাটে আর খেলতে চাইছেন না Bhuvneshwar! 'সুইং কিং'কে নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট


নিজের টেস্ট অবসরের যাবতীয় জল্পনায় এবার জল ঢাললেন ভুবি নিজেই। সাফ জানিয়ে দিলেন তাঁর ব্যাপারে লেখা প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সব রকমের ক্রিকেটের জন্যই প্রস্তুতি নেন। বিস্ফোরক টুইটে ক্ষোভ উগরে দেন। ভারতীয় দলের তারকা পেসার লেখেন, "কিছু প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে, আমি নাকি টেস্ট খেলতে চাই না। এটা পরিস্কার করে বলে দিতে চাই যে, আমি সবসময় ক্রিকেটের তিন ফর্ম্যাটের জন্যই নিজেকে প্রস্তুত রাখি। দলে সুযোগ পাওয়ার কথা না ভেবেই সেটা করি। আর এটাই করতে থাকব। একটা পরামর্শ দিতে চাই। দয়া করে সূত্রের ভিত্তিতে অনুমান করে আমার ব্যাপারে লিখবেন না।"