Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপে দেশকে জোড়া সোনা এনে দিলেন Deepika Kumari
জোড়া সোনায় ঝলসালেন দীপিকা।
নিজস্ব প্রতিবেদন: প্যারিসে অনুষ্ঠিত স্টেজ ৩ তীরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ভারতে সোনার দৌড় অব্যাহত। শুরুটা করেছিলেন অভিষেক বর্মা (পুরুষদের কমপাউন্ড ইভেন্টে)। এবার বিশ্ব মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন দেশের মেয়েরা।
রবিবাসরীয় প্যারিসে নারীশক্তির জয়গান। আগুন ঝলসালেন দীপিকা কুমারি (Deepika Kumari) মহিলাদের রিকার্ভ দলের হয়ে সোনার পদক জেতার পর স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন রাঁচির বছর সাতাশের বিশ্বের ৯ নম্বর তীরন্দাজ। স্বামী-স্ত্রী-র যুগলবন্দিতে এই প্রথম ভারত সোনা পেল কোনও আন্তর্জাতিক আঙিনায়। ভারত ৫-৩ হারায় নেদারল্যান্ডসকে।
আরও পড়ুন: Archery World Cup: বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস লিখলেন ভারতের Abhishek Verma
দীপিকা,অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারিকে নিয়েই মহিলাদের রিকার্ভ টিম। রবিবাসরীয় ফাইনালে ফ্রান্সের রাজধানীতে তাঁরা মেক্সিকোকে ৫৭-৫৭, ৫২-৫২, ৫৫-৫৪ হারিয়ে দেন। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই ইভেন্টে সোনা জিতেছিল এই ত্রয়ী। মোট হাফ ডজন বার সোনা জিতল মহিলা দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)