জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় প্রায় এসেই গেল। হাতে আর ঠিকল সাতদিন। আগামী রবিবার অর্থাৎ ২৩ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে মেলবোর্নের বাইশ গজে নামবে টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযান শুরু করার আগে হাতে বেশ কিছুটা সময় আছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতীয় দল দিন ১৬-১৭ আগেই চলে এসেছে ব্র্যাডম্যানের দেশে। পারথে শিবির করছে ভারতীয় দল। ভারত অধিনায়ক রোহতি শর্মা (Rohit Sharma) নেট অনুশীলনে চমকে দিলেন। ১১ বছরের বোলার দ্রুশিল চৌহানকে (Drushil Chauhan) ডেকে নিলেন 'হিটম্যান'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্রুশিল নিঁখুত লাইন-লেন্থে বল করলেন রোহিতকে। যদিও ক্যাম্বিস বলে। বিসিসিআই সেই ভিডিয়ো শেয়ার করেছে। বাঁ-হাতি খুদে জোরে বোলার জানিয়েছেন যে, ইনসুইংগিং ইয়র্কার ও আউটসুইঙ্গার তাঁর ফেভারিট বল। ভবিষ্যতে সে পেশাদার ক্রিকেটার হিসাবেই দেখতে চায় নিজেকে। দ্রুশিলের থেকে রোহিত জানতে চেয়েছিলেন যে, দ্রুশিল কি ভারতের হয়ে জাতীয় দলে খেলতে চায়? দ্রুশিল জানায় যে, সে জানে না আদৌ কবে ভারতে সে আসবে।


আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানের মহড়া নেওয়ার জন্য আটদিন আগে কোন বড় সিদ্ধান্ত নিলেন রোহিত? জেনে নিন



পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


আইসিসি ইভেন্টে বরাবর পাকিস্তানকে টেক্কা দিয়ে এসেছে ভারত। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জিতেছিল প্রতিবেশী দেশ। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেপাক দলের কাছে ১০ উইকেটে লজ্জার হার হজম করেছিল বিরাট কোহলির দল। এছাড়া রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপের সুপার-ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচেও হারের মুখ দেখেছিল ভারত। সেই ম্যাচে পাঁচ উইকেটে জেতার জন্য প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় টিম ইন্ডিয়া। তাই হয়তো রোহিত এবার অনেক আগে বিপক্ষকে হারানোর ছক কষে রেখেছেন। কারণ এবার ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে এমএস ধোনির ভারত। এরপর ধোনির ভারতই ২০১১ সালে জেতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। দেশকে আইসিসি ট্রফি জেতানো শেষ অধিনায়কের নাম আজও ধোনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)