নিজস্ব প্রতিবেদন: অনেক দিন ধরেই ভাবনা চিন্তায় ছিল, এবারে তা সত্যি সত্যিই বাস্তবায়িত হতে চলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করতে চলেছে ডিআরএস। অর্থাৎ এবার থেকে আইপিএল-এও ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম। আইপিএল-এ ডিআরএস ব্যবহারের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন খোদ আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। তাঁর কথায়, "অনেক দিনে ধরেই এই বিষয়ে ভাবনা চিন্তা চলছিল, এবার তা বাস্তবায়িত হচ্ছে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- টেস্টে কোহলি-পূজারার গুরুত্ব সমান: সৌরভ


উল্লেখ্য, টাটা নেক্সন এবং আইপিএল-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই আইপিএল-এ ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজীব শুক্ল। একই সঙ্গে এদিন মহম্মদ শামির বিরুদ্ধে তদন্ত নিয়েও অবস্থান স্পষ্ট করছেন আইপিএল চেয়ারম্যান। জানিয়েছেন দুর্নীতিদমন শাখার রিপোর্টের জন্য অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই ভারতের তারকা স্পিডস্টারের আইপিএল ভবিষ্যৎ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন তাঁরা, এমনটাই জানিয়েছেন রাজীব শুক্ল। 


আরও পড়ুন- আম্বেদকরকে অপমান! হার্দিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের