নিজস্ব প্রতিবেদন :  ঘরোয়া লিগে মোহনবাগান। আর ডুরান্ডে ইস্টবেঙ্গল। বুধবার শহরের দুই প্রান্তে মাঠে নামছে কলকাতার দুই প্রধান। লিগে মোহনবাগানের ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পরেই যুবভারতীতে ডুরান্ড কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ডুরান্ডে পর পর দুটো ম্যাচ জিতে সেমি ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরুর দুর্বল রিজার্ভ দলের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে লাল-হলুদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



পর পর ম্যাচ। শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত। এই অবস্থায় বুধবারের ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। কোলাডো এখনও পুরোপুরি ফিট নন। তাই তাঁকে হয়তো মাঠে নামানো হবে না। বুধবার দলে দেখা যেতে পারে একঝাঁক তরুণকে। আই লিগের লড়াইয়ে নামার আগে তরুণ ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ দিয়ে দেখে নিতে চাইছেন আলেসান্দ্রো।


আরও পড়ুন - CFL 2019: ঘরোয়া লিগে কাস্টমসের বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান