জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ মুকুট। ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর জন্য বৃহস্পতিবার রাজ্য সরকারের (Government  Of West Bengal) তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী (Chief Minister Of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআই-এর (President Of BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই অনুষ্ঠানে কলকাতার একাধিক দুর্গাপুজো (Durga Puja 2022) কমিটি ছাড়াও, ময়দানের তিন প্রধানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরে মঞ্চে বক্তব্যও রাখেন সৌরভ। তিনি বলেন, 'আমি শুধু সম্ভাষণটা বাংলায় করলাম। আজকে যাঁরা আমাদের অতিথি তাঁরা বাইরের মানুষ। বাংলায় কথা বললে তাঁরা বুঝবেন না। আমি ইংরেজিতেই বক্তব্য রাখব আজ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের কাছে দুর্গাপুজো কী, ভাষায় বলে বোঝানো কঠিন। আমি গোটা বিশ্ব ঘুরে বেড়াই। বিভিন্ন দেশে দেখেছি বড়দিনে কত বড় উৎসব হয়। বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে। ব্রাজিলের উৎসব বা মহারাষ্ট্রের গণেশ আরাধনা, যা কালকেই পালিত হল, সবগুলিই বড় করে হয়।'



আরও পড়ুন: Virat Kohli on Suryakumar Yadav, Asia Cup 2022 : 'শত্রুতা' ভুলে সূর্যের তেজকে নমস্কার জানালেন 'কিং কোহলি'


আরও পড়ুন: Sachin Tendulkar : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নেতৃত্বে 'মাস্টার ব্লাস্টার'


যদিও সৌরভের মতে, সেরার সেরা দুর্গাপুজোই। ভারতের প্রাক্তন অধিনায়ক যোগ করেন, 'সকলের দুর্গাপুজো দেখা উচিত এটা বিশ্বাস করার জন্য যে, দুর্গাপুজো কত বড় হয়। পুজোর ওই পাচ-সাত দিন শহর পুরো পাল্টে যায়। সকলেই এটা দেখে বড় হয়েছি। উৎসবের দিনগুলিতে ধনী, গরীব, ক্ষমতাশালী বা ক্ষমতাহীন, সকলেই আনন্দ করেন। এটা শুধু নতুন পোশাক কেনা বা টাকা খরচ করে আনন্দ করার উৎসব নয়। সাতবছরের শিশু হোক বা ৭০ বছরের প্রবীণ, মা দুর্গা সকলকেই আনন্দ দেন। সকলের মুখে হাসি ফোটান।'



ইউনেস্কোকে ধন্যবাদও জানান সৌরভ। বলেন, 'এই পুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ। প্রাপ্য সম্মান পেয়েছে দুর্গোৎসব।' ইউনেস্কোর দুই প্রতিনিধি ফ্রান্স থেকে এসেছেন। সৌরভ বলেন, 'ফ্রান্স ফুটবলের দেশ। এই শহরও ফুটবলের শহর। মোহনবাগান, ইস্টবেঙ্গলও ফুটবলের ক্লাব। আমি যখন বড় হয়েছি, ফুটবল খেলা দেখেই। পরে ক্রিকেট খেলি। এখন ক্রিকেট খুব জনপ্রিয়। ফ্রান্স থেকে আসার জন্য ধন্যবাদ। আমাদের আতিথেয়তা উপভোগ করুন। আপনাদের দুর্গাপুজো ভাল কাটুক। সারা বছর ভাল কাটুক।' 



দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই। দুপুর ২টো নাগাদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছয় রেড রোডে।        


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)