Dwayne Bravo: আইপিএল ইতিহাস ব্র্যাভোর! ক্যারিবিয়ানের গানেই তাঁকে শুভেচ্ছা মালিঙ্গার
লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) টপকে ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) আইপিএল ইতিহাস
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার কিংবদন্তি জোরে বোলার লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) টপকে আইপিএলের (Indian Premier League) ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। মালিঙ্গা টুইটারে ব্র্যাভোকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, "ব্র্যাভো ইজ আ চ্যাম্পিয়ন! আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য বন্ধু ব্র্যাভোকে আমার শুভেচ্ছা। আরও এগিয়ে যেতে হবে ইয়ং ম্যান!"
বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে চলতি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) খেলল লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে। এই ম্যাচে নামার আগে ব্র্যাভো-মালিঙ্গা ছিলেন যুগ্মভাবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। দু'জনের ঝুলিতেই ছিল ১৭০টি করে উইকেট। ব্র্যাভো লখনউয়ের ব্যাটার দীপক হুডাকে ফেরাতেই লিখে ফেলেলন ইতিহাস। ব্র্যাভোর পকেটে চলে এল ১৭১টি উইকেট।
মালিঙ্গা ও ব্র্যাভো মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) সতীর্থ ছিলেন। ২০১১ সালে চেন্নাইয়ের জার্সি গায়ে চাপানোর আগে দুই মরশুম মুম্বইতে খেলেছেন ব্র্যাভো। মালিঙ্গা ২০০৯-২০১৯ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নেন। তাঁর গড় ছিল ১৯.৭৯। ব্র্যাভোর ১৭০ উইকেট এসেছে চব্বিশের গড়ে। ব্র্যাভোর তুলনায় মালিঙ্গা (৭.১৪) অনেক বেশি ইকনমিকাল বোলার। দেখতে গেলে ব্র্য়াভো অনেক বেশি দামি (৮.৩৩)।
ব্র্য়াভো ২০১৩ সালে ছিলেন আগুনে ফর্মে। এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন। ব্র্যাভো নেন ৩২টি উইকেট। ২০১৫ সালে নেন ২৬টি উইকেট। এই দুই মরশুমেই ব্র্যাভোর মাথায় ওঠে পার্পল ক্য়াপ। ব্র্যাভো ও ভুবনেশ্বর কুমারই আইপিএলে দু'বার মাথায় বেগুনি টুপি মাথায় চাপিয়েছেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ব্র্যাভোই। ৫২৩ ম্যাচে ৫৭৪ উইকেট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: MS Dhoni-Gautam Gambhir: ধোনি-গম্ভীরের রিইউনিয়ন! ফ্যানরা হাঁটলেন স্মৃতির সরণিতে
আরও পড়ুন: MS Dhoni: চল্লিশেও চমকাচ্ছেন ধোনি! প্রথম উইকেটকিপার হিসাবে এবার বিশ্বরেকর্ড