নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2021) ফের একবার সমালোচনার মুখে পড়লেন তৃতীয় আম্পায়ার। রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর Royal Challengers Bangalore, RCB) ও পঞ্জাব কিংস (Punjab Kings, PBKS) ম্যাচে ডিআরএস-এর সিদ্ধান্ত ভুল নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল দু'দিন আগে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Sharma: রিতিকাকে ভয় দেখালেন রোহিত! নিমেষে ভাইরাল হিটম্যানের ভিডিও


এর ঠিক পরের দিনই চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটিলস ম্যাচে নো-বল বিতর্কে উঠল ঝড়। এবার তৃতীয় আম্পায়ারকে তোপ দাগলেন কিংবদন্তি সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। চেন্নাইয়ের ১৩৬ রান তাড়া করতে নেমেছিল দিল্লি। শেষ ওভারে ঋষভ পন্থের দলের জেতার জন্য প্রয়োজন ছিল ৬ রান। ধোনি বল তুলে দেন ডোয়েন ব্র্যাভোর হাতে। ব্র্যাভোর দ্বিতীয় বল নিয়েই যত কাণ্ড দুবাইয়ে! ব্র্যাভোর বল অফ-স্টাম্পের অনেকটা বাইরে চলে যাওয়ায় অন-ফিল্ড আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনিল তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বদল করেন। 


আরও পড়ুনIPL 2021: 'কিউটেস্ট থিং এভার'! চেন্নাইয়ের জয়ের প্রার্থনায় ধোনি কন্যা জিভা


ক্রিকেটের রুলবুক বলছে যে, বোলারের ডেলিভার যজি পিচের বাইরে (সম্পূর্ণ বা আংশিক) পড়ে তাহলে সেটিকে নো-বল বলে গণ্য করা হবে। গাভাস্কর সম্প্রচারকারী চ্যানেলে বলেন, "ওটা পরিস্কার নো-বল ছিল। টিভি আম্পায়ারদের কয়েকটা সিদ্ধান্ত আমরা দেখেছি। যা জয়-হারের ফারাক গড়ে দেয়। এটা হওয়া উচিত নয়।"  দুবাইয়ে শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালস তিন উইকেটে চেন্নাইকে হারিয়ে দেয়। উইন্ডিজ পাওয়ারহিটার ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেই ম্যাচের রং বদলে দেন। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে চলে আসেন পন্থ অ্যান্ড কোং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)