নিজস্ব প্রতিনিধি : এমনিতেই তিনি স্বনামধন্য ক্রিকেটার। জনপ্রিয়তার খামতি নেই। কিন্তু তিনি শুধু ক্রিকেটের গণ্ডিতে আটকে থাকতে চাননি। নিজের প্রতিভা তুলে ধরেছেন গান-বাজনাতেও। কখনও চ্যাম্পিয়ন গান গেয়ে তিনি খ্যাতি পেয়েছেন। কখনও আবার দর্শকদের আনন্দ দিয়েছেন চিকেন ডান্স দেখিয়ে। কোনও না কোনওভাবে ডোয়েন ব্রাভো মনোরঞ্জন উপহার দিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ব্যাট ছুঁয়ে প্যাডে লাগল বল, আউট দিয়ে দিলেন আম্পায়ার!


একটা সময় তাঁর গাওয়া চ্যাম্পিয়ন গানটা গোটা ওয়েস্ট ইন্ডিজ দলকে চাঙ্গা করে রেখেছিল। তার সেই গানের ব্যপ্তি ছড়াল বিশ্বজুড়ে। সেই গানের জনপ্রিয়তা তাঁকে হয়তো আরও গান গাওয়ার উত্সাহ জুগিয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির ক্যারিবিয়ান তারকা ডিজে ব্রাভো। তাঁর এবারের গানের নাম-এশিয়া। এশিয়ার সব ক'টি ক্রিকেট খেলিয়ে দেশের কথা রয়েছে এই গানে। আর সেই দেশের সেরা ক্রিকেট তারকারাও রয়েছে গানের কথায়।


আরও পড়ুন-   বিশ্বকাপের আগে শক্তি বাড়াল অস্ট্রেলিয়া, দলে ঢুকলেন রিকি পন্টিং



পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাভোকে। ক্যারিবিয়ান তারকার এই গানে বিরাট, ধোনি, রশিদ খান, আফ্রিদি, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, সাকিব আল হাসানের কথা। ২০১৭ সালের আইপিএল-এর পর থেকে এশিয়া গানটির কাজ শুরু করেছিলেন ব্রাভো। সেবার গোটা মরশুম তিনি হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য খেলতে পারেননি। তাই সময় নষ্ট না করে মাঠের বাইরে ভিডিওর কাজ শুরু করেছিলেন। বছর দুয়েক লাগল সেই কাজ শেষ হতে। অবশেষে হাজির এশিয়া। ব্রাভোর সেই গানের মূল কথা- ''উই গো ওভার দ্য ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। আই কল আপ আ বয় নেমড কোহলি, কোহলি। উই টেল হিম হোয়াটসঅ্যাপ ধোনি।''