জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে (ISL 2024-25) ব্যাক-টু-ব্যাক জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নিজেদের ঘরের মাঠে পঞ্জাবের পর জামশেদপুরকেও হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) টিম। বছর শেষের আগে জোড়া জয়ে, পয়েন্ট টেবলেও উঠে এসেছিল মশাল বাহিনী। যদিও পরে কেরালা ব্লাস্টার্স উঠে আসায়, ইস্টবেঙ্গল ফের ১০ থেকে ১১ নম্বরে নেমে গিয়েছে। তবে আত্মবিশ্বাসী লাল-হলুদ ফুরফুরে মেজাজেই রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভুরি ভূরি গোল নষ্ট! তবুও দিমির সৌজন্যে তিন পয়েন্ট, টেবলে উঠল লাল-হলুদ


এই আনন্দটাই তারা ভাগ করে নিল বড়দিনের আগে সিএমআরআই হাসপাতালে গিয়ে। হাসপাতালের বিছানায় যাঁদের এই বড়দিনটি কাটতে চলেছে, তাঁদের মুখেই হাসি ফোটালেন সৌভিক চক্রবর্তী, নিশু কুমার, জিকসন সিং, পিভি বিষ্ণু, ডেভিড ডেভিড লালহানসাঙ্গা ও তাঁদের কোচ অস্কার। রোগীদের সই করা জার্সি ও ফুটবল উপহার দিলেন সৌভিক-বিষ্ণুরা। সিএমআরআই কলকাতায় তাদের পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক চালু করেছে, এদিন তারই উদ্বোধন করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পরের ম্য়াচ আগামী ২৯ ডিসেম্বর। হায়দরাবাদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খেলবেন ক্লেটন সিলভারা। নতুন বছরে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ৬ জানুয়ারি। যুবভারতীতে তারা মুখোমুখি হবে মুম্বই সিটি-র।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)