নিজস্ব প্রতিবেদন:  অবশেষে স্বস্তির নিঃশ্বাস। ম্যারাথন যাত্রার পর স্পেনে পৌঁছলেন ভিকুনা-মারিওরা। বুধবার সকালে ভারতীয় সময় সাড়ে বারোটায় আমস্টারডাম থেকে ছাড়ে বেইটিয়াদের মাদ্রিদের ফ্লাইট। স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোহনবাগান- ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ফুটবলাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাদ্রিদ থেকে চার ঘণ্টার দূরত্বে মুটরিকুতে থাকেন বেইটিয়া। ভারতীয় সময় সন্ধের মধ্যেই বাড়ি পৌঁছে যান মোহনবাগানের তারকা মিডফিল্ডার। বেইটিয়ার সঙ্গেই আছেন ভিকুনা।  ফ্রাণ গঞ্জালেস- মোরান্তে মাদ্রিদ থেকে রওনা দেন কোরডোবায় নিজের বাড়িতে।



সন্ধের মধ্যেই বাড়ি ঢুকে যান ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেডও। ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই প্রধানের স্প্যানিশ কোচ-ফুটবলররা। কোলাডোরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছনোয় নিশ্চিন্ত কলকাতায় থাকা দুই প্রধানের কর্তারাও।


 


রবিবার সকালে কলকাতা থেকে বেরিয়ে অবশেষে বুধবার বিকেলে বাড়ি ফিরলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ব্রিগেড। রবিবার সকালে নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল ফুটবলারদের বিশেষ বাস। বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে ম্যারাথন যাত্রা শেষে সোমবার বিকেলে রাজধানীতে পৌঁছয় কিবু ভিকুনা- মারিও রিভেরাদের বাস। এরপর মঙ্গলবার কাকভোরে স্প্যানিশ দূতাবাসের ব্যবস্থা করা বিশেষ বিমানে নেদারল্যান্ডস উড়ে যান তাঁরা। প্রায় ৯ ঘণ্টা বিমান যাত্রার পর আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছে যান কোলাডো-বেইটিয়ারা। মঙ্গলবার ভারতীয় সময় বেলা বারোটা নাগাদ আমস্টারডামে পৌঁছন ভিকুনা- মারিও রিভেরারা। বিমানবন্দরের কাছেই এক হোটেলে মঙ্গলবার বিশ্রাম নেন ফ্রান গঞ্জালেসরা।



আরও পড়ুন - লকডাউনে জোরকদমে ফিটনেস চর্চা, কেমন কাটছে ঋদ্ধির কোয়ারেন্টিন জীবন, জেনে নিন