নিজস্ব প্রতিবেদন: শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে চলতি চুক্তি জট কাটাতে এবার আইনজীবী নিয়োগ করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কার্যসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ক্লাবের প্রাক্তন সচিব ও বিশিষ্ট আইনজীবী পার্থসারথী সেনগুপ্তর ওপর এই গুরুদায়িত্ব দেওয়া হবে। এদিনের বৈঠকে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দ্রুতই ক্লাবের সদস্যদের থেকেও চুক্তিপত্রের অচলাবস্থা কাটানোর জন্য মতামত নেওয়া হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohun Bagan Day: আত্মপ্রকাশ 'অমর একাদশ' রেট্রো জার্সির, থেকে যাচ্ছেন Roy Krishna
 



এর আগে প্রাক্তনদের দেখানো পথেই ইস্টবেঙ্গল আগামী দিনে এগিয়ে যাবে বলে জানিয়েছিল। মনোরঞ্জন ভট্টাচার্য ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তনকে ক্লাবে এসে চুক্তিপত্র দেখে যেতে অনুরোধ করেছিল লাল-হলুদ। তাঁরা ক্লাবে এসে সংশোধিত চুক্তিপত্র দেখেন। তাঁরা সই না করার পক্ষেই রায় দিয়েছিলেন। পাশাপাশি প্রাক্তন অধিনায়ক সুকুমার সমাজপতি ও চন্দন বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে, এই চুক্তিপত্রে যেন ইস্টবেঙ্গল সই না করে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)