ওয়েব ডেস্ক : কোয়ার্টার ফাইনালে আইজল এফসি-র বিরুদ্ধে একাধিক সহজ সুযোগ করে লাল-হলুদ সমর্থকদের রোষের মুখে পড়েন ডুডু। সেমিফাইনালে সেই ডুরুর একমাত্র গোলে এফসি গোয়াকে হারিয়ে সুপার কাপের ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন ডুডু ওমেগবামি। সোমবার এফসি গোয়ার বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়ে যেন সব সমালোচনার জবাব দিলেন তিনি। সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনওরকমে দল সাজিয়েছিল কার্ড সমস্যা, চোট আঘাতে জর্জরিত এফসি গোয়া। তারপরেও আমনা-কাটসুমিদের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যায় আইএসএলের দলটি। প্রথমার্ধে গোলের দেখা মেলেনি।


আরও পড়ুন- কলিঙ্গ যুদ্ধে বাগানের চ্যালেঞ্জ বাগিচা শহরকে, 'এল ক্লাসিকো' ঘিরে বাড়ছে উত্তাপ


দ্বিতীয়ার্ধে ৭৮মিনিটে কাটসুমির সেন্টার থেকে গোল করেন ডুডু। গোল করেই অবশ্য পায়ে লাগায় উঠে যান ডুডু। পরিবর্তে মাঠে নামেন ক্রোমা। সেই ক্রোমাকে পিছন থেকে ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এফসি গোয়ার এডুবাদিয়া। শেষ ৭ মিনিট ১০ জনে খেলতে হয় গোয়াকে। এফসি গোয়ার  প্রাক্তনীর গোলেই শেষ পর্যন্ত হারতে হল তাদের। ২০১৫ সালে আইএসএলে এফসি গোয়াতে ছিলেন নাইজেরিয় স্ট্রাইকার ডুডু। এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।