নিজস্ব প্রতিবেদন : সোমবার কার্যকরী সমিতির বৈঠক শেষেও জয় কাটল না ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলে ইনভেস্টর আর ক্লাবের নজিরবিহীন সংঘাত চলছেই। সুপার কাপে না খেলার সিদ্ধান্ত বদলানোর জন্য ফের একবার কোয়েসের কাছে আবেদন জানাল ক্লাব। এমনকী ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দিল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আই লিগের ক্লাবগুলির প্রতি এআইএফএফ-র বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ইস্ট বেঙ্গল, মোহনবাগান-সহ আই লিগের ৭টি ক্লাবের জোট। সুপার কাপ বয়কটের সিদ্ধান্ত নেয় তারা। এদিকে ইস্টবেঙ্গলের ইনভেস্টররা সুপার বয়কটে সায় দিলেও ক্লাবকর্তারা চান সুপার কাপে খেলতে। যা নিয়ে সংঘাত চরমে উঠেছে। আর তাই সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সুপার কাপে খেলার পক্ষেই সিদ্ধান্ত নেয় কমিটি। তাই ফের ইনভেস্টরকে চিঠি দিল ক্লাব। আলোচনার টেবিলে বসে সমস্যা মেটানোর জন্য কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাককে চিঠি পাঠিয়েছে লাল-হলুদ।


আরও পড়ুন - সবুজ-মেরুন সদস্য-সমর্থকদের খোলা চিঠি দিলেন সচিব টুটু বসু


আগেও চিঠি পাঠানো হলেও তার কোনও উত্তর আসেনি। এমনকী কোয়েসের কোনও প্রতিনিধিও উপস্থিত ছিলেন না সোমবারের বৈঠকে। পরিস্থিতি যা তাতে ইনভেস্টর না চাইলে সুপার কাপে খেলার কোনও সম্ভাবনাই নেই লাল-হলুদে।