নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে লকডাউনের মাঝেই স্বদেশি রিক্রুট প্রায় শেষ করে ফেলল ইস্টবেঙ্গল। শেহনাজ সিং,বিকাশ জাইরু আর কেভিন লোবোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলল লাল-হলুদ। এই তিন ফুটবলারই আগে ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কেভিন লোবো আর শেহনাজকে পেয়ে যাওয়ায় মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হল লাল-হলুদের। গত মরশুমে শেহনাজ সিং ছিলেন এটিকে-তে। অন্যদিকে মিনার্ভা পঞ্জাবের হয়ে খেলেছিলেন গোয়ান মিডফিল্ডার কেভিন লোবো। আর বিকাশ জাইরু জামশেদপুর এফসি থেকে লাল-হলুদে এলেন।




মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল কর্তারা যাঁদের টার্গেট করেছিলেন,তাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ। স্বদেশি ফুটবলার প্রায় চূড়ান্ত হয়ে গেলেও বিদেশি ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন লাল-হলুদ কর্তারা। কারণ, নতুন মরশুমে তাঁরা কোথায় খেলবেন এখনও নিশ্চিত করে বলতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা। তাছাড়া করোনা পরবর্তী সময় বিভিন্ন দেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। তাই বিদেশি বিদেশি ফুটবলার নিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিচ্ছে ইস্টবেঙ্গল।



আরও পড়ুন - করোনা পরবর্তী সময়ে নতুন নিয়ম চালু করতে পারে FIFA