নিজস্ব প্রতিবেদন : ইস্টবেঙ্গলে ফিরলেন আনসুমানা ক্রোমা। বোরহার বিকল্প হিসাবে ময়দানের পরিচিত মুখ লাইবেরিয়ান স্ট্রাইকারকে সই করিয়ে নিল লাল-হলুদ। চলতি মরসুমে চোদ্দ গোল করে পিয়ারলেসকে লিগ জিতিয়েছিলেন ক্রোমা। এবার আই লিগকে লাল-হলুদকে টেনে তোলার চ্যালেঞ্জ লাইবেরিয়ান ফুটবলারের সামনে। পিয়ারলেসকে লিগ জেতাবার পর মালয়েশিয়ায় গেছিলেন ক্রোমা। সেখান থেকে ফিরে ভবানীপুরের অনুশীলনে যোগ দেন। কিন্তু মঙ্গলবার নাটকীয়ভাবে পট পরিবর্তন হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাল-হলুদের অফার যায় ক্রোমার কাছে। চ্যালেঞ্জ নিয়ে ইস্টবেঙ্গলে ফিরতে দেরি করেননি তারকা ফুটবলার। ক্রোমা যোগ দেওয়ায় চেন্নাই ম্যাচের আগে আক্রমনভাগ শক্তিশালী করে ফেলল লাল-হলুদ। দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলকে আই লিগ এনে দেওয়ার চ্যালেঞ্জ ক্রোমার সামনে।


আরও পড়ুন-  I LEAGUE 2019-20: বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে বাগানের প্রতিপক্ষ নেরোকা


লাল-হলুদে দশ নম্বর জার্সি পরবেন ক্রোমা। লাইবেরিয়ান স্ট্রাইকারের সঙ্গে বুধবার পিয়ারলেসে তাঁর সতীর্থ ডিফেন্ডার মনোতোষ চাকলাদারকেও সই করিয়েছে লাল-হলুদ। তবে কোচের নাম এখনও ঘোষণা হয়নি। করিম,ওয়েস্টউডের নাম থাকলেও দৌড়ে এগিয়ে আলেসান্দ্রোর প্রাক্তন সহকারি মারিও। এই দলটাকে হাতের তালুর মত চেনেন মারিও। কোলাডোদের সঙ্গেও সম্পর্ক দারণ। তাই মারিও-র ফেরার সম্ভাবনাই বেশি। কোচের নাম সম্ভবত ঘোষণা হবে চেন্নাই ম্যাচের পর।