নিজস্ব প্রতিবেদন : গোল করার লোক খুঁজতে কাগজে বিজ্ঞাপন দিতে পারেন আলেসান্দ্রো। স্প্যানিশ কোচের দলে সবই আছে,অভাব শুধু স্ট্রাইকারের। আই লিগের প্রথম ম্যাচে কল্যাণীতে ভীষণভাবে যা প্রকট হয়েছে।  রিয়াল কাশ্মীরের কাছে পয়েন্ট নষ্টের পর যেন গোল করার লোক খুঁজে চলেছেন কোচ আলেসান্দ্রো। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গতবারের মত এবারও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে ফিরেছে রবার্টসনের দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ''একটা ব্যাটের দাম ৬০ হাজার, ঘরোয়া ক্রিকেটাররা কিনবে কী করে?''


জোড়া অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবারই শহর ছাড়ছে লাল-হলুদ। শনিবার অনুশীলন না করেই চন্ডিগড়ে খেলতে হবে মিনার্ভা পঞ্জাবকে। এই অবস্থায় স্প্যানিশ কোচকে ভাবাচ্ছে মার্কোসদের গোল মিসের বহর। জানুয়ারির আগে নতুন স্ট্রাইকার নেওয়ার সুযোগ নেই।এই অবস্থায় স্প্যানিশ কোচের হাতে বিকল্প  কি?প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষ বলছেন,যখন দলে গোল করার লোক কম,তখন গোল হজম না করার দিকে নজর দিতে হবে। দ্বিতীয়ত আপফ্রন্টের শক্তি বাড়াতে মার্কোসের সঙ্গে জুড়ে দিতে হবে কোলাডোকে। আর তা না হলে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও হাত কামড়ানো ছাড়া কোনও উপায় থাকবে না আলেসান্দ্রোর।