সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি মরশুমে আই লিগে ঘরের ইস্টবেঙ্গল শেষ দুটো ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেনি। চেন্নাই সিটি আর মিনার্ভা পাঞ্জাবের কাছে হারে আলেসান্দ্রোর লাল- হলুদ ব্রিগেড।  শনিবার সেই যুবভারতী তে এ মরশুমে আই লিগে প্রথম জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। গোকুলমকে ৩-১ গোলে হারালো চনমনে ইস্টবেঙ্গল। ডার্বির আগেই যুব ভারতী তে   জ্বলে উঠল মশাল।


পাহাড়ে পর পর দুটো ম্যাচে জয় দিয়ে সাড়া জাগিয়ে আই লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল। তার পরেই ছন্দপতন। চেন্নাই সিটি, আইজল এফসি, মিনার্ভা পর পর তিন ম্যাচে হারে ইস্টবেঙ্গল। ডার্বি র আগে গোকুলম মাচকেই ছন্দে ফেরার ম্যাচ হিসেবে বেছে নেয় আলেসান্দ্রো ব্রিগেড।


শুরু থেকেই যেন জেতার তাগিদটা লক্ষ্য করা যায় ফুটবলার দের মধ্যে । বিশ্বকাপার  জনি আকোস্তা কে বেঞ্চে রেখে সালাম রঞ্জন কে ডিফেন্স এ ফিরিয়ে আনেন লাল হলুদ কোচ। সঙ্গে কমলপ্রী তের পরিবর্তে ডিকাকে আর গোলে রক্ষিত দাগারকে ফিরিয়ে নিয়ে আসেন কোচ । 


সচিন-লক্ষ্মণ-দ্রাবিড়ের ঘাড়ে নিঃশ্বাস কোহলির, ডনের দেশে অ্যাডভান্টেজ ভারত


খেলা শুরু র ৫ মিনিটের মধ্যেই ব্রান্ডনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মিনিট দশেকের মধ্যেই গোকুলম ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে স্কোর লাইন ২-০ করেন জবি জাস্টিন। এগিয়ে গিয়েও আরও গোল করার জন্য মরিয়া আক্রমণ চালাতে থাকে ইস্টবেঙ্গল। 


কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। ৫৭ মিনিটে সাভা র গোলে ব্যবধান কমায় গোকুলম।  এর পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে কেরালের দলটি।  উল্টো দিকে প্রতি আক্রমণে ৮০ মিনিটে চুলোভা র গোলে ফের এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে বড় ম্যাচের আগে মোহনবাগানের সঙ্গে একই বিন্দুতে চলে এলো ইস্টবেঙ্গল। তবে গোল পার্থক্যে সবুজ মেরুনের ওপরই থেকে গেলো লাল হলুদ।