ওয়েব ডেস্ক:  পাহাড় থেকে পয়েন্ট নিয়ে আসা যে সত্যিই কঠিন, সেটা আরও একবার প্রমাণিত হল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। আর শিলং লাজং যে ইস্টবেঙ্গলের বরাবরের শক্ত গাঁট সেই মিথও অক্ষত থেকে গেল। সোমবার শিলং লাজংয়ের সঙ্গে ২-২ ড্র করে আই লিগের খেতাবি লড়াইয়ে বেশ বেকায়দায় পড়ে গেল লাল-হলুদ ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফিকরু ফিরছেন কলকাতায়


৩ পয়েন্টের অঙ্ক কষে লাজংয়ের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটেই ডুডু'র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরেই অবশ্য ডহলিংয়ের গোলে সমতা ফেরায় শিলং লাজং। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাজংকে এগিয়ে দেন স্যামুয়েল। ম্যাচের শেষ লগ্নে সেই ডুডুর গোলেই মুখরক্ষা হল ইস্টবেঙ্গলের। ড্র করে ১৭ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরেই থেকে গেল খালিদ জামিলের দল।


শিলং লাজং-ইস্টবেঙ্গল ম্যাচ ড্র হওয়ায় শেষ ম্যাচে জমে গেল আই লিগ। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে মিনার্ভা। ১ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে নেরোকা, ৩০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে মোহনবাগান আর ৪ নম্বরে ইস্টবেঙ্গল।



কে হবে এবার আই লিগ চ্যাম্পিয়ন? জটিল অঙ্কের সহজ সমীকরন একনজরে ...


* যদি মিনার্ভা শেষ ম্যাচে চার্চিলকে হারায় তাহলে ৩৫ পয়েন্ট নিয়ে আই লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে মিনার্ভা পঞ্জাব এফসি।
* যদি মিনার্ভা শেষ ম্যাচে চার্চিলের কাছে হারে আর ইস্টবেঙ্গল নেরোকাকে হারায় এবং মোহনবাগান গোকুলামের বিরুদ্ধে হারে বা ড্র করে তাহলেই ৩৩ পয়েন্ট নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল।
* যদি মিনার্ভা শেষ ম্যাচে চার্চিলের সঙ্গে ড্র করে, ইস্টবেঙ্গল নেরোকাকে হারায় এবং মোহনবাগান গোকুলামের বিরুদ্ধে হারে বা ড্র করে তাহলে মিনার্ভা এবং ইস্টবেঙ্গল দু'লের পয়েন্ট হবে ৩৩। হেড-টু-হেডে আই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
* যদি মিনার্ভা শেষ ম্যাচে চার্চিলের সঙ্গে ড্র করে, ইস্টবেঙ্গল-নেরোকাকে হারায় আর মোহনবাগান-গোকুলামকে হারায় তাহলে মিনার্ভা, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তিন দলেরই পয়েন্ট হবে ৩৩। সেক্ষেত্রে মিনার্ভা-মোহনবাগান-ইস্টবেঙ্গল ৩ দলের মিনি হেড-টু-হেডে এগিয়ে থেকে আই লিগ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।
* যদি মিনার্ভা শেষ ম্যাচে চার্চিলের সঙ্গে ড্র করে বা হারে, আর নেরোকা-ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তাহলে ৩৪ পয়েন্ট নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে নেরোকা এফসি।  
* যদি শেষ ম্যাচে মিনার্ভা-চার্চিল ড্র হয়, ইস্টবেঙ্গল-নেরোকা ড্র হয় আর গোকুলামকে-মোহনবাগান হারায় তাহলে মিনার্ভা এবং মোহনবাগানের পয়েন্ট হবে ৩৩। সেক্ষেত্রে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন হবে মিনার্ভা পঞ্জাব এফসি।
* যদি শেষ ম্যাচে চার্চিলের কাছে মিনার্ভা হারে, ইস্টবেঙ্গল-নেরোকা ম্যাচ ড্র হয়, আর গোকুলামকে-মোহনবাগান হারায় তাহলে ৩৩ পয়েন্ট নিয়ে আই লিগে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়