নিজস্ব প্রতিনিধি : নতুন স্পনসরশিপের আশা জাগতেই যেন জ্বলে উঠল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদের জুনিয়ররা। অনূর্ধ্ব ১৯ কুয়েস ইস্টবেঙ্গল ৬-১ গোলে হারাল সেইল অ্যাকাডেমিকে। বলাবাহুল্য, শিল্ডের শুরুতেই এমন জয় ইস্টবেঙ্গলকে অনেকটা আত্মবিশ্বাস জুগিয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রাইট ব্যাক ছাড়াই বাকি বিশ্বকাপে খেলবে ব্রাজিল


সেইল অ্যাকাডিমের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করলেন তেতেপুইয়া। সুরজিত্ সিং, এইচকে লালরুয়াইতলুয়াঙ্গা ও আর সিলভানা একটা করে গোল করেন। ৮ জুলাই এটিকের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৯ দলের ডিরেক্টর রঞ্জন চৌধুরি বলছিলেন, ''এটিকে এই চ্যাম্পিয়নশিপের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম। রবিবার তিন পয়েন্ট পাওয়াটা সহজ হবে না। তবে আমাদের ছেলেরা তৈরি। সেইলের বিরুদ্ধে ভাল শুরু হওয়াটা জরুরি ছিল।''  


আরও পড়ুন-  নিখোঁজ বাচ্চাদের বিশ্বকাপ ফাইনালে অতিথি হওয়ার আমন্ত্রণ দিলেন ফিফা সচিব