ওয়েব ডেস্ক : আই লিগে ঘুরে দাঁড়ানোর সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। আজ পুণেতে DSK শিবাজিয়ান্সের মুখোমুখি হচ্ছে বিশ্বজিত্ ভট্টাচার্যের দল। দলে একাধিক পরিবর্তন আনছেন লাল-হলুদ কোচ। প্রথম একাদশে ফিরছেন ডং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপার সানডেতে ইস্টবেঙ্গলের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সালগাঁওকরের কাছে হারের পর আজ পুণেতে ফ্র্যাঞ্চাইজি দল DSK শিবাজিয়ান্সের মুখোমুখি হচ্ছে বিশ্বজিত্ ভট্টাচার্যের দল। মোহনবাগান আর বেঙ্গালুরু ক্রমশ এগিয়ে যাচ্ছে। তাই খেতাবি আশা জিইয়ে রাখতে হলে পুণেতে জিততেই হলে লাল-হলুদ শিবিরকে। পরিস্থিতি উপলব্ধি করছেন ইস্টবেঙ্গল ফুটবলার-রাও। জেতা ছাড়া যে আর কোনও উপায় নেই সেটা মানছেন লাল-হলুদ কোচও।


ডেরেক পেরেরার দলের বিরুদ্ধে মাঠে নামার আগে দলে একাধিক পরিবর্তন আনছেন লাল-হলুদ কোচ। দলে কামব্যাক করছেন ডং। আপফ্রন্টে র‍্যান্টির পাশে খেলতে দেখা যাবে কোরিয়ান ম্যাজিশিয়ানকে। অনূর্ধ্ব-২২ ফুটবলার হিসাবে শুরু করতে পারেন অবিনাশ রুইদাস। সেক্ষেত্রে দুই দেখা যাবে অবিনাশ আর মামাকে। মাঝমাঠে সম্ভবত খেলবেন মেহতাব আর লোবো । মেন্ডিকে সাইডব্যাকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে বিশ্বজিত ভট্টাচার্যের।