ওয়েব ডেস্ক : দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল। লালহলুদের কোচের দায়িত্বে এলেন আইলিগ জয়ী কোচ খালিদ জামিল। কোচ হিসাবে ইস্টবেঙ্গলের সঙ্গে একবছরের জন্য চুক্তি করেছেন প্রাক্তন আইজল কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফুটবল কেরিয়ারে খেলা হয়নি ফুটবলের মক্কায়। লালহলুদর কর্তারা অনেকবার চেষ্টা করেও খালিদ জামিলকে ইস্টবেঙ্গলের জার্সি পড়াতে পারেননি। সেই আক্ষেপ অবশেষে মিটল। আইজলের সদ্য আই লিগজয়ী কোচ এবার মশালের কোচের হটসিটে। আইজল ছেড়ে কেন ইস্টবেঙ্গলে? খালিদ বলছেন এটাই এগিয়ে যাওয়ার সেরা সময়।


আলোচনা কয়েক সপ্তাহ ধরেই চলছিল। মুম্বইতে গিয়ে খালিদকে কোচ হওয়ার প্রস্তাব দিয়ে এসেছিলেন লালহলুদের কর্তারা। ভারতের সেরা কোচের সামনে তখন আইএসএলে মুম্বই সিটির সহকারী কোচ হওয়ার প্রস্তাব ছিল। তবে  জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে এক বছরের চুক্তি সেরে ফেলেন খালিদ। বুধবার সকালেই শহরে এসে বিকেল ক্লাব তাঁবুতে আসেন আই লিগজয়ী কোচ। দলগঠন নিয়ে আলোচনা সেরে নেন কর্তাদের সঙ্গে। নিজের পছন্দের কয়েকজন ফুটবলারকে লালহলুদে আনতে চান খালিদ।


আপাতত চুক্তি এক বছরের। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দল নিয়ে মাঠে নেমে পড়তে চান খালিদ।