নিজস্ব প্রতিবেদন: লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) পাঠানো সংশোধিত চূড়ান্ত চুক্তিপত্রে সই করছে না ইস্টবেঙ্গল (East Bengal)! এমনটাই সূত্রের খবর। সোমবার সন্ধ্যায় শ্রী সিমেন্ট ইমেল মারফত যে, সংশোধিত চুক্তিপত্রের খসড়া পাঠিয়েছে তাতে লাল-হলুদ ক্লাবের সম্মতি নেই বলেই জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র বলছে যে,  শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রের বেশ কয়েকটি জায়গায় আপত্তি রয়েছে ইস্টবেঙ্গলের। জানা গিয়েছে যে, শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন দ্বারা নির্মিত বোর্ড অফ ডিরেক্টর্স সিদ্ধান্ত নেবে যে, কোন সময়ে সদস্যরা ক্লাবে ঢুকতে পারবেন এবং কোন কোন নথিপত্র নিয়ে আসতে হবে তাঁদের।


আরও পড়ুন:পঞ্চমীর দিন এফডি ভেঙে East Bengal কে ৫০ হাজার টাকা দিয়েছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়


এছাড়াও ক্লাব তাঁবুর যাবতীয় অধিকার থাকবে বোর্ড অফ ডিরেক্টর্সের হাতেই। যার মধ্যে অফিস, জিম এবং মাঠ  থাকছে। সেখানে কোনও পরিবর্তন হলেও তার সিদ্ধান্ত নেবেই বোর্ড অফ ডিরেক্টর্সই। ক্লাবের এনটিটি ও ক্লাবের নাম, রং ও লোগো পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তও নেবে তারাই।


ইস্টবেঙ্গল চুক্তিজট কাটানোর দায়িত্ব তুলে দিয়েছিল ক্লাবে প্রাক্তন সচিব ও বিখ্যাত আইনজীবী পার্থসারথি সেনগুপ্তর হাতে। তিনি প্রাথমিক চুক্তি দেখে শ্রী সিমেন্টকে সাতটি শর্ত পরিবর্তন করতে বলেছিলেন। লগ্নিকারী সংস্থা তাঁর মতামতকে মান্যতা দিয়েই পরিবর্তিত চুক্তিপত্র ক্লাবে পাঠায়। মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লাল-হলুদকে ‘‌ছেড়ে খেলার’‌ পরামর্শ দিয়েছিলেন। এরপরেই দুই পক্ষ বেশ কিছুটা নমনীয় হয়েছিল। কিন্তু সূত্রের খবর বলছে যে, এখন যা পরিস্থিতি তাতে করে ইস্টবেঙ্গল চুক্তিপত্রে সই না করার সিদ্ধান্তেই অনড় থাকল।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)