East Bengal: ডার্বি জিতেই মশালের আঁচ বাড়ল লাল-হলুদের! চলে এলেন কোটি টাকার `মিস্টার ডিপেন্ডেবল`
East Bengal Spanish defender Jose Antonio Pardo Lucas reached Kolkata : ডার্বি জয়ের পরদিনই সমর্থকদের আরও একটি সুখবর শোনাল ইস্টবেঙ্গল। ডুরান্ডে পরের ম্যাচে নামার আগেই রক্ষণ আরও মজবুত হল কুয়াদ্রাত অ্যান্ড কোংয়ের। শহরে চলে এলেন কোটি টাকার `মিস্টার ডিপেন্ডেবল`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ জানুয়ারি ২০১৯ সাল, আই-লিগ (I-League)। ১২ অগস্ট ২০২৩, ডুরান্ড কাপ (Durand Cup 2023)। দু'টি তারিখের মধ্যে প্রায় সাড়ে চার বছরের ফারাক। ১৬৬৬ দিন পর ফের ইস্টবেঙ্গল ((East Bengal) ডার্বি জিতেছে। বিগত শেষ আটটি ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গল হেরেছে মোহনবাগানের কাছে। যা যে কোনও লাল-হলুদ সমর্থকের বুকে পেরেকের মতো বিঁধছে। তবে লাল-হলুদ সমর্থকরা গত শনিবার শান্তিতে ঘুমিয়েছেন রাতে! যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের প্রথম ডার্বি লাল-হলুদ ১-০ গোলে হারিয়েছে সবুজ-মেরুনকে (Mohun Bagan Super Giant vs East Bengal)। ম্যাচের একমাত্র স্কোরার নন্দকুমার সেকর (Nandhakumar Sekar)। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তিনি জানিয়েছেন ডুরান্ডের নকআউটে যাওয়াই তাঁর লক্ষ্য়। আগামী ১৬ অগস্ট কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল খেলবে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। আর এই ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল চলে যাবে পরের রাউন্ডে। ডার্বি জয়ের পরদিনই মশালের আঁচ বাড়ল লাল-হলুদের! চলে এলেন কোটি টাকার স্প্য়ানিশ ডিফেন্ডার হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস ( Jose Antonio Pardo Lucas )।
আরও পড়ুন: East Bengal: ডার্বির রং লাল-হলুদ, কথা রাখলেন কুয়াদ্রাত, বৃষ্টিতেও জ্বলল আবেগের মশাল
৩৫ বছরের ভ্যালেন্সিয়ার বাসিন্দা রক্ষণের স্তম্ভ হয়ে ওঠেন বলেই তাঁকে বলা হয় 'মিস্টার ডিপেন্ডেবল'। রবি সকালে পরিবার নিয়ে কলকাতায় এসেছেন লুকাস। সেই আগমনী বার্তা দিয়েছে ইস্টবেঙ্গলই। ডুরান্ডের জন্য ছয় বিদেশিকে নিয়েই পূর্ণশক্তির দল করেছেন কুয়াদ্রাত। সেই দলে রয়েছেন লুকাসও। যেহেতু আগামী বুধবার ম্যাচ, সেহেতু লুকাসের কাছে সময় থাকছে জেট ল্যাগ কাটিয়ে অনুশীলন করে মাঠে নামার। এখন দেখার পঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল লুকাস ও জর্ডন এলসকে একসঙ্গে মাঠে নামায় কিনা! লুকাস স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। অসাধারণ ডিফেন্ডার হিসেবেই সুনাম কুড়িয়েছেন। এই প্রথম তিনি স্পেনের বাইরে অন্য কোনও দেশে পা রাখলেন, দেখার কুয়াদ্রাতের টিমে তিনি কী ফুল ফোটাতে পারেন!
ডার্বি জিতে কুয়াদ্রাত বলেছিলেন, 'দল এবং সমর্থকদের জন্য সত্যিই আজ আমি খুশি। দল হিসেবে খেলেছি আমরা। মোহনবাগান অনেক বড় টিম। ওদের স্টার ফুটবলাররা আছে, তবে আমরা আজ ভালো ফুটবল খেলেছি। একেবারে দলীয় প্রচেষ্টায় এই জয় এসেছে বলব। আমাদের পরের টার্গেট ডুরান্ডে পরবর্তী রাউন্ডে যাওয়া। আমাদের পঞ্জাব এফসিকে হারিয়েই পরের রাউন্ডে যেতে হবে।'
ডুরান্ডের জন্য ঘোষিত ইস্টবেঙ্গলের ২৬ সদস্য়ের দল:
গোলকিপার
প্রভসুখান সিং গিল, কমলজিৎ সিং, আদিত্য পাত্র।
ডিফেন্ডার
লালছুং, গুরসিমরত সিং গিল, নিশু কুমার, তুহিন দাস, এডউইন সিডনি, মহম্মদ রাকিপ, অতুল উন্নিকৃষ্ণন, জর্ডন এলসে, হোসে অ্যান্তোনিও পার্দো লুকাস
মিডফিল্ডার
সৌভিক চক্রবর্তী, হরমনজ্যোৎ সিং খাবরা, ভানলালপেকা গুইতে, গুরনাজ সিং, সাউল ক্রেসপো, মোবাসির, নাওরেম মহেশ সিং, বোরহা হেরেরা, নন্দকুমার শেখর, মন্দার রাও দেশাই
ফরোয়ার্ড
ক্লেটন সিলভা, ভিপি সুহের, জেভিয়ার সিভেরিও, জেসিন টিকে
আরও পড়ুন: East Bengal: সাড়ে চার বছর ডার্বি জয় লাল-হলুদের! ম্যাচের পর যা বললেন নন্দকুমার-কুয়াদ্রাত...