ওয়েব ডেস্ক : ঘরোয়া লিগের প্রথম দুটো ম্যাচে ৯ গোল করে ছুটছে মোহনবাগান। ৭ পয়েন্ট নিয়ে লিগে ভাল জায়গায় টালিগঞ্জও। তাই টানা সপ্তমবার কলকাতা লিগ জেতার লক্ষ্যে একদমই স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল। ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বেশ কয়েকটা দল। এই অবস্থায় শুক্রবার বারাসতের টার্ফে আর্মি একাদশের মুখোমুখি মর্গ্যান ব্রিগেড। কল্যাণীর সবুজ ঘাস ছেড়ে টার্ফ। টানা বৃষ্টির ফলে এবার টার্ফে খেলার সুযোগ পাচ্ছেন মেহতাব, ডিকারা। চলতি মরশুমে প্রথমবার টার্ফে খেলার সুযোগ পাচ্ছে লালহলুদ। মাঠের সঙ্গে মানিয়ে নিতে বৃহস্পতিবার সকালে ঘন্টা খানেক টার্ফে অনুশীলন করেন মর্গ্যানের ছেলেরা। লিগের প্রথম দুটো ম্যাচে জিতলেও ইস্টবেঙ্গলের খেলায় মাঝে মাঝেই ছন্দের অভাব। জমাট ভাবটা এখনও পাওয়া যাচ্ছে না। সেনা বাহিনীর বিরুদ্ধে আরও ভাল ফুটবলের আশা করছেন সাহেব কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রিওতে জোড়া সাফল্য ভারতের, পদক জয়ের স্বপ্ন


উইনিং কম্বিনেশনে বারবার বদল করছেন মর্গ্যান। আর্মির বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হচ্ছে গুরবিন্দারকে। রক্ষণে অর্ণবের সঙ্গী অ্যাঙ্গাস। প্রথম একাদশে ফিরতে পারেন ডিকা। আদেলেজা শুরু থেকে খেললে বেঞ্চে বসতে হতে পারে ডংকে। বাকি দলে পরিবর্তনের সম্ভাবনা কম। ম্যাচের চব্বিশ ঘন্টা আগে প্রথম একাদশ নিয়ে চিত্রটা পরিস্কার করছেন না ব্রিটিশ কোচ। তবে আর্মির মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়েও চিন্তায় রয়েছেন মর্গ্যান।