এবারই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল?
জটিলতা প্রায় কেটে গিয়েছে।
ওয়েব ডেস্ক : সব কিছু ঠিকটাক থাকলে এবারই আইএসএলে খেলতে দেখা যেতে পারে ইস্টবেঙ্গলকে। কারণ ইউবি গ্রুপ সরে যাওয়ার পর যে আর্থিক মন্দা দেখা দিয়েছিল ইস্টবেঙ্গলে, 'ইনভেস্টর'-এর হাত ধরে সেই সমস্যা মিটতে চলেছে। ইস্টবেঙ্গলের হাত ধরেই ময়দানে চলে এল 'ইনভেস্টর' অর্থাত্ বিনিয়োগকারী।
আরও পড়ুন - বিশ্বকাপে টাইব্রেকার মিস, হত্যার হুমকি! ফিরে এল এসকোবারের স্মৃতি
লাল-হলুদে পেশাদারিত্বের ছোঁয়া। মোটা অঙ্কের চুক্তি। আইএমজিআর যদি চায় তাহলে এবারই আইএসএলে খেলতে পারবে ইস্টবেঙ্গল। জটিলতা প্রায় কেটে গিয়েছে। ফেডারেশন কর্তাদের সঙ্গে আইএমজিআর দফায় দফায় বৈঠক করছে এই বিষয়টি নিয়ে। বিনিয়োগকারী এসে যাওয়ায় আইএসএলে-র শর্তপূরণ করতে অসুবিধা হবে না ইস্টবেঙ্গলের। এমনকী কলকাতা থেকেই আইএসএলে খেলতে পারে ইস্টবেঙ্গল।