নিজস্ব প্রতিবেদন— দেশের সবচেয়ে দামি লিগ খেলার ব্যাপারে ইষ্টবেঙ্গল কার্যত মনস্থির করে ফেলেছে। সেটা বোঝা যাচ্ছে লকডাউন চলাকালীন দলবদল জমিয়ে ওঠায়। একের পর এক চমক দিয়ে আই লিগ এবং আই এসএল খেলা ফুটবলারদের ঘরে তুলে নিচ্ছে লাল—হলুদ। ২০১৯—২০ সালে আই লিগে অভিষেক হওয়া ট্রাউ এফসির মিডফিল্ডার আনগৌসানা লুয়াংকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন— এখনও মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন মানতে নারাজ ইস্টবেঙ্গল!


চব্বিশ বছরের প্রতিশ্রুতিমান এই মিডফিল্ডার বড় ভক্ত জার্মান মিডফিল্ডার ওজিলের। লুয়াং-এর ইষ্টবেঙ্গলে খেলতে যাওয়াতে ভীষণ খুশি ট্রাউ কর্তা ফুলেন মিতেই। লুয়াং-এর লালহলুদে ডাক পাওয়াকে নিজের সাফল্য বলে মনে করছেন মিতেই। গত মরসুম থেকে শিক্ষা নিয়ে এবার ভাল দল করার লক্ষ্যে ঝাঁপিয়েছেন লাল—হলুদ কর্তারা। মোহনবাগান থেকে শঙ্কর রায়, এটিকে থেকে বলবন্ত সিং কার্যত নিশ্চিত হওয়ার পর দলবদলের বাজারে আরও চমক দিতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির। সবুজ—মেরুন থেকে লালরাম চুলোভা এবং হায়দরাবাদ এফ সি থেকে গুরতেজ সিং সম্ভবত ইস্টবেঙ্গলে যোগ দেবেন। এদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। মেহতাব সিং এর বদলি হিসেবে গুরতেজকে পেতে মরিয়া লালহলুদ ।