নিজস্ব প্রতিবেদন: সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি। দেশের হয়ে খেলতে যাচ্ছেন না উগান্ডার ফুটবলার খালেদ আউচো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবারই দলের সঙ্গে অনুশীলনে নামেন তিনি। মূলত বাঁ পায়ের ফুটবলার। ডিস্ট্রিবিউশনও বেশ ভাল। ইস্টবেঙ্গল শিবিরের ধারনা তিনি মানিয়ে নিতে পারলে দলের মাঝমাঠ দাঁড়িয়ে যাবে। নিজের দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছিলেন আউচো। জানিয়েছিলেন নয়া ক্লাবে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় চান। তার অনুরোধ মেনে নিয়েছে উগান্ডার ফুটবল ফেডারেশন। ফলে নিশ্চিন্ত মনে সুপার কাপ জয়ের জন্য ঝাপানোর প্রস্তুতি নিচ্ছেন এই মিডফিল্ডার।


আরও পড়ুন- হাসিনের বিস্ফোরক অভিযোগ, শামির সঙ্গে একাধিক মেয়ের আলাপ করিয়ে দিতেন মহম্মদ ভাই!


অন্যদিকে, ইস্টবেঙ্গলে সুভাষ আসায় খুশি কাতসুমি। তার উপর সুভাষ বাড়তি দায়িত্ব দিয়েছেন জাপানি তারকাকে। গোটা বিষয়টা উপভোগ করলেও কাতসুমির বক্তব্য সাফল্য আসাটাই আসল কথা। সুভাষ ভৌমিক সবসময় ফুটবলারদের আগলে রেখে দায় নিজের ঘাড়ে নেন। এটাই তার কোচিংয়ে খেলার বড় সুবিধা বলে দাবি কাতসুমির।


আরও পড়ুন- আম্বেদকরকে অপমান! হার্দিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের