East Bengal vs Mohun Bagan: মোহনবাগান সচিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইস্টবেঙ্গলের, পালটা দিলেন দেবাশিস দত্ত
বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ ইমামি হাউজের সামনে ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। লাল-হলুদ কর্তাদের অভিযোগ, সেই ঝামেলার ভিডিয়ো নাকি ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম ডিরেক্টর আদিত্য আগারওয়ালকে পাঠান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একশ্রেণির কর্তাদের ময়দানের পরিবেশ নষ্ট হচ্ছে! মোহনবাগানের (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তর (Debashis Dutta) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু কেন? আসলে বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ, বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তাদের। কিন্তু মিটিং শুরুর আগেই বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক ইমামি হাউজের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মূল দুটি স্লোগান ছিল। এক) 'এটিকের মতো দল গড়তে হবে।' দুই) 'এটিকের মতো শক্তিশালী দল না গড়লে আইএসএল খেলছি না, খেলব না'। লাল-হলুদ কর্তাদের অভিযোগ সেই ঘটনার জন্য নাকি অহেতুক কালিমালিপ্ত করেছেন দেবাশিস দত্ত।
বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ ইমামি হাউজের সামনে ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। লাল-হলুদ কর্তাদের অভিযোগ, সেই ঝামেলার ভিডিয়ো নাকি ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম ডিরেক্টর আদিত্য আগারওয়ালকে পাঠান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত! সবুজ-মেরুনের সচিব নাকি আদিত্য আগারওয়ালকে মেসেজ করে লিখেছিলেন যে কাজটা‘নীতু-বাহিনীর’। সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করেন ইস্টবেঙ্গলের কর্তারা।
আরও পড়ুন: Emiliano Martinez: বিতর্ক বাড়িয়ে মার্টিনেজের উদযাপনে মজে মেসির আর্জেন্টিনা! ভাইরাল হল ভিডিয়ো
সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের তরফ থেকে রজত গুহ বলেন, "সেদিন কিছু সমর্থক, ইস্টবেঙ্গলের ভালো টিম গড়ার দাবিতে সোচ্চার ছিল। এই সোচ্চারের ছবি আমাদের চেয়ারম্য়ান আদিত্য় আগরওয়ালকে পাঠিয়ে মোহনবাগান সচিব বলেন যে, এই জমায়েতটা পুরো নীতু-বাহিনীর, এটা কোনও ইস্টবেঙ্গল সভ্য সমর্থকের নয়। এই কুরুচিকর কার্যকলাপ এবং অখেলোয়াড়চিত মনোভাবের জন্য় চারিদিকে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ময়দানের সুস্থ পরিবেশ পুরোপুরি নষ্ট করছে। সংবাদমাধ্যম এবং মোহনবাগান সমর্থকদের প্রতিও আবেদন করছি, এই বিশৃঙ্খলা যেন তৈরি না হয়।"
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেবাশিস দত্ত। ক্লাব তাঁবুতে তিনি সাংবাদিকদের বলেন, "আমার কাছে সেই জটলার কোনও ভিডিয়ো নেই। তাছাড়া এটা ওদের ব্যাপার। তাই এই ইস্যু নিয়ে আমার বক্তব্য রাখা উচিত। তাছাড়া কে কার বাহিনী সেটা আমি কীভাবে জানব!" তিনি আরও যোগ করেন, "ময়দানে এগুলো চলতেই থাকবে। তাই আমাদের দুই প্রধানের নিজেদের সাফল্যের কথা ভাবা উচিত। আমাদের ভাবতে হবে কীভাবে আমরা সাফল্য ধরে রাখব। আর ওদের চিন্তা করা উচিত, যে কীভাবে সাফল্য পাবে।"
তবে দেবাশিস নিজের পক্ষে যুক্তি রাখলেও, লাল-হলুদ কর্তারা কিন্তু এই ইস্যু নিয়ে এককাট্টা হয়ে আছেন। এমনকি ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাসকেও ব্যাপারটা জানানো হয়েছে। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।