নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গলে শেষ হতে চলেছে খালিদ জামিল জমানা। ক্লাব সূত্রে জানা গেছিল খালিদের সঙ্গে ইস্টবেঙ্গলের দু বছরের চুক্তি। তবে মরসুম শেষ হতেই পরিস্থিতি বদলে গেছে। এখন জানা যাচ্ছে গত বছর মুম্বইকেরর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছিল। সেই মতো ফেডারেশনের কাছেও ইস্টবেঙ্গলের সঙ্গে খালিদের এক বছরের চুক্তিই জমা দেওয়া হয়েছে। ফলে ইস্টবেঙ্গলে খালিদ যে আর থাকছেন না, সেটা বলেই দেওয়া যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন- লাল-হলুদে আর নেই অর্ণব


তবে পরের মরসুমের জন্য সুভাষ ভৌমিককেই চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। তার সঙ্গে দ্রুত কথা বলে নিতে চাইছেন। এমনকি বর্ষীয়ান কোচের ইচ্ছামতই সার্পোট স্টাফ দিতে চান তারা। আসলে চলতি মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়েছে ইস্টবেঙ্গল। বুধবারের মধ্যেই কোচ-টিডি চূড়ান্ত করে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল।