নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ভুবনেশ্বরে আই লিগের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ইন্ডিয়ান অ্যারোজ।  ৯ ম্যচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড। নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। কিন্তু তরুণ ভারতীয়দের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পাওয়া বিদেশিহীন অ্যারোজকে এত সমীহ করার কারণ কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মোহনবাগানের নতুন কোচ হলেন খালিদ জামিল


লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো গার্সিয়া বলছেন, "অ্যারোজের খেলা দেখেছি। ওরা জুনিয়র দল বলে হালকা ভাবে নেওয়ার কোনও কারণ নেই। ওরা খুব দৌড়াতে পারে। আইজলের বিরুদ্ধে জিতেছে। তাই আমাদের সাবধান থাকতে হবে।" অ্যারোজ ম্যাচেই লাল-হলুদ জার্সিতে টনি ডোভালের অভিষেক একপ্রকার নিশ্চিত। লাল-হলুদ কোচের কথাতেই তা অনেকটাই স্পষ্ট। দলের সঙ্গে অনেকদিন ধরেই অনুশীলন করেছে, মানিয়েও নিয়েছেন। টনি নিজেও লাল-হলুদ জার্সিতে মাঠে নামতে মরিয়া। সব মিলিয়ে টনি, কোলাডো, কাশিমদের নিয়ে অ্যারোজের বিরুদ্ধে জিতে আই লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার দুপুর ২টো থেকে শুরু ম্যাচ।