জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে তিন-এক গোলে হারিয়ে দিল বিশ্বজিত্ ভট্টাচার্যের গোল। জোড়া গোল করে ম্যাচের নায়ক র্যান্টি মার্টিন্স। একটি গোল করেন বিকাশ জাইরু। স্পোর্টিংয়ের হয়ে গোল করেন ওডাফা। অন্যদিকে, সোনির কলকাতায় আসা আরও পিছল। ফলে সালগাঁওকর ম্যাচেও অনিশ্চিত সোনি নর্দি। হাইতিয়ান তারকার কলকাতায় পৌছতে বুধবার অথবা বৃহস্পতিবার হয়ে যেতে পারে। আই লিগের নিয়মানুয়ায়ী ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয়। অনুশীলনে না দেখে মোহনবাগান কোচ কারও নামে রেজিস্ট্রশন করাতে নারাজ। ফলে বড়ম্যাচেই হয়ত মোহনবাগান জার্সিতে প্রথমবার খেলতে দেখা যাতে পারে সোনিকে।
ওয়েব ডেস্ক: জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে তিন-এক গোলে হারিয়ে দিল বিশ্বজিত্ ভট্টাচার্যের গোল। জোড়া গোল করে ম্যাচের নায়ক র্যান্টি মার্টিন্স। একটি গোল করেন বিকাশ জাইরু। স্পোর্টিংয়ের হয়ে গোল করেন ওডাফা। অন্যদিকে, সোনির কলকাতায় আসা আরও পিছল। ফলে সালগাঁওকর ম্যাচেও অনিশ্চিত সোনি নর্দি। হাইতিয়ান তারকার কলকাতায় পৌছতে বুধবার অথবা বৃহস্পতিবার হয়ে যেতে পারে। আই লিগের নিয়মানুয়ায়ী ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয়। অনুশীলনে না দেখে মোহনবাগান কোচ কারও নামে রেজিস্ট্রশন করাতে নারাজ। ফলে বড়ম্যাচেই হয়ত মোহনবাগান জার্সিতে প্রথমবার খেলতে দেখা যাতে পারে সোনিকে।