নিজস্ব প্রতিবেদন: শতবর্ষের বছরেই কি ইস্টবেঙ্গল আইএসএল খেলবে? লাল-হলুদ সমর্থকরা এই একটা উত্তরের দিকেই তাকিয়ে আছেন। তবে শতবর্ষে  ইস্টবেঙ্গলের আইএসএল খেলা ঘোরতর অনিশ্চিত! কর্তারা অবশ্য এখনও আশা হারাচ্ছেন না।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তো বলেই দিলেন,  "ইস্টবেঙ্গল ছাড়া আইএসএল উত্তেজনাহীন একটা খেলা হবে। ইস্টবেঙ্গল না খেললে তো কোনও টুর্নামেন্ট হয় না!  তাই আমি জানি না আইএসএল কর্তৃপক্ষ ঠিক করতে পারবেন, যে ইস্টবেঙ্গলকে ছাড়া খেলা করবেন, না ইস্টবেঙ্গলকে নিয়ে খেলা করবেন।"


লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "আমরা লাইনে আছি, এখনও আছি। হোপফুলি আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারব।  এবং সমাজের বিশিষ্ট মানুষরাও আমাদের পাশে আছেন এই প্রয়াসে।"


ইস্টবেঙ্গলের সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, "ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত মানুষরা কখনও লড়াই ছেড়ে চলে যায় না। সবসময়ই চেষ্টা চালিয়ে যায়।  আমরাও স্পনসর জোগাড় করার চেষ্টায় রয়েছি। "


 


আরও পড়ুন - গর্বের ১০০! জ্বলছে মশাল... শতবর্ষ পালন ইস্টবেঙ্গলে