নিজস্ব প্রতিবেদন: শতবর্ষে ফের ধাক্কা ইস্টবেঙ্গলে। ফিফার শাস্তির মুখে পড়তে হল লাল-হলুদকে। কাতসুমির অভিযোগের ভিত্তিতে ইস্টবেঙ্গলকে ১৭ লক্ষ টাকা জরিমানা করল বিশ্বফুটবলের সর্বময় সংস্থা। এছাড়াও প্রায় ২ লক্ষ টাকা সুদ বাবদ দিতে হবে লাল-হলুদকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে এই টাকা দিতে হবে লাল-হলুদে খেলে যাওয়া জাপানি ফুটবলার কাতসুমিকে। না-হলে নতুন মরসুমে ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হতে পারে লাল-হলুদকে। মাঝপথে চুক্তিভঙ্গের কারণে ইস্টবেঙ্গলের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৮০ লক্ষ টাকা চেয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন কাতসুমি।


আরও পড়ুন- ক্রিকেটের নন্দনকাননে নতুন চমক: এবার ইডেনে বসছে সৌরভ গাঙ্গুলির মূর্তি!


গত মরশুমে নেরোকার জার্সিতে খেলেছিলেন জাপানি বম্বার। শুনানির পর কাতসুমিকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় ১৯ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ফিফা। শুক্রবারই লাল-হলুদকে সেই চিঠি পাঠিয়ে দিয়েছে বিশ্বফুটবলের সর্বময় সংস্থা।