ব্যুরো: এবার বিদেশি ফুটবলার বাছাই নিয়ে কার্যত দুই মেরুতে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান ও ক্লাব কর্তারা। আই লিগের আগে এখনও তিনজন ফুটবলার নেওয়া বাকি লালহলুদের। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের বিদেশি নির্বাচন কবে হবে সেটাই বড় প্রশ্ন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সমস্যা শুরু বরিসিচকে নেওয়ার ভাবনা নিয়ে। ডংয়ের পরিবর্ত হিসেবে বরিসিচই প্রথম পছন্দ ছিলেন মর্গ্যানের। তবে এই নামে বেঁকে বসেন ক্লাব সচিব সহ বেশ কয়েকজন কর্তারা। গোটা ঘটনায় বেশ ক্ষুদ্ধ হন মর্গ্যান। এরপর থেকে বিদেশি ঠিক করার বিষয় ধীরে চলো নীতি নিয়েছেন লালহলুদ কোচ। পার্থে তার সঙ্গে যোগাযোগ করা হলে মর্গ্যান জানান আপাতত বিদেশি ফুটবলার ঠিক করার বিষয়টা কর্তারাই দেখছেন । সর্বশেষ পরিস্থিতিটা ঠিক কি তারাই বলতে পারবেন। মর্গ্যানের এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। তিনি জানান মর্গ্যানের সঙ্গে কথা বলেই বিদেশি দেখা হচ্ছে। এই টালবাহানার মধ্যে আই লিগের আগে ইস্টবেঙ্গলের বিদেশি নির্বাচন কবে সম্পূর্ণ হয় সেটাই দেখার।