টি-টোয়েন্টিকে মাত দিতে আসছে ১০০ বলের ক্রিকেট
টেস্ট কিংবা একদিনের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠমুখি করতেই ২০০৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)।
নিজস্ব প্রতিবেদন : টান টান টি-টোয়েন্টির যুগে রমরমিয়ে চলছে আইপিএল-বিগ ব্যাশের মতো লিগ। এবার কি সময় বাঁচাতে নতুন ফর্ম্যাটে আসবে ক্রিকেট?
টেস্ট কিংবা একদিনের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠমুখি করতেই ২০০৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। ১৫ বছর পর আবার এক যুগান্তকারী পরিকল্পনা নিয়ে হাজির ইসিবি। এবার ১০০ বলের ক্রিকেট চালু করার পরিকল্পনা নিয়েছে তারা।
কিন্তু ১০০ বলের ক্রিকেট কী ভাবে সম্ভব? ইসিবির প্রস্তাবিত পরিকল্পনায় স্বাভাবিক নিয়মে ১৬ ওভার বল করবে প্রতিটি দল। এর মধ্যে একটি ওভার হবে ১০ বলের। ইনিংসের কোনসময় ওই ১০ বলের ওভারটি হবে সেটা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। তবে ২০২০ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে ১০০ বলের ম্যাচ চালুর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।
আরও পড়ুন- ৬ ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড