ভারত- ৩১৬, ২২৭/৮।। নিউ জিল্যান্ড-২০৪।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত এগিয়ে ৩৩৯ রানে, হাতে দুই উইকেট। ম্যাচের বাকি দুই দিন।


ওয়েব ডেস্ক: রবিবারে সকাল ফুরোতেই ইডেনে হঠাত্‍ টেনশনে। ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৩ রানের মধ্যেই চার উইকেট হারায় ভারত। বিজয় (৭),ধাওয়ান (১‍৭),পূজারা (৪), রাহানে (১)-রা ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। সেখান থেকে পাল্টা দেওয়ার চেষ্টা শুরু করেন বিরাট কোহলি। ৬৫ বলে ৪৫ রানের ইনিংসটা খেলে দলকে যখন বিপদ থেকে উদ্ধার করবেন কোহলি, তখনই বিরাট বিপর্যয়।


বোল্টের বলে এলবি হয়ে দৌড় শেষ কোহলির। ঋদ্ধি, জাদেজার আগে সাতে নেমে অশ্বিনের আউটটা বিপর্যয়টা বাড়িয়ে দেয়। ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ভারত চাপে। মানে তখন ভারতের লিড মাত্র ২১৮ রানের, হাতে ৪ উইকেট। সেখানে ২০-২৫ রানের মধ্যে অলআউট হয়ে গেলে বিপদের এক শেষ। সেখান থেকে রোহিত শর্মা আর ঋদ্ধিমান সাহা দলকে বিপদমুক্ত জায়গায় নিয়ে গেলেন। রোহতি-ঋদ্ধি জুটি সপ্তম উইকেটে যোগ করলেন ১০৩ রান।


আরও পড়ুন- রাহানের সঙ্গে দুই সংখ্যাটার সম্পর্ক


প্রিয় ইডেনে রোহিত নিশ্চিত সেঞ্চুরি মিস করলেও,এখনও লড়ছেন ঋদ্ধিমান সাহা (৩৯ অপরাজিত)। শেষ বেলায় জাদেজার আউটটা অবশ্য নিয়ে আফশোস থাকবে। ভারতের লিড এখন ৩৩৯ রানের, হাতে দুই উইকেট। তার মানে টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডের সামনে সাড়ে তিনশোর মত টার্গেট থাকতে পারে। হাতে দু দিন। মিচেল স্যান্টেনার যেভাবে ঘূর্ণি দেখিয়ে তিনটে উইকেট তুলে নিলেন, তাতে ৩৫০ রানের টার্গেটটা যথেষ্ট হয়ে দাঁড়াবে। সব এখন ওই বাইশ গজের ওপর, আর অশ্বিন-জাদেজার ওপর।   


আরও পড়ুন- ইডেন টেস্টের প্রথম ইনিংসের ম্যাচ রিপোর্ট