ওয়েব ডেস্ক: ইডেনের সবুজ গালিচায় বিরাট, ধোনিদের কেরামতি দেখতে এবার থেকে খসাতে হবে বাড়তি কড়ি। কারণ বাড়ছে ইডেন গার্ডেন্সের টিকিটের দাম। জিএসটির ধাক্কায় এই দামবৃদ্ধি বলে জানিয়েছে সিএবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিএসটির জেরে কর ১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮ শতাংশ। সেই ধাক্কা এবার সরাসরি পড়তে চলেছে ক্রিকেটপ্রেমী বাঙালির পকেটে। শনিবার সিএবির তরফে ঘোষণা করা হয়েছে ২১ সেপ্টেম্বর ভারত - অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের টিকিটের দাম। তাতে দেখা ‌যাচ্ছে অনেকটাই দাম বেড়েছে টিকিটের।


আরও পড়ুন - প্রিভিউ: ডাম্বুলায় প্রথম একদিনের ম্যাচে রবিবার মুখোমুখি ভারত - শ্রীলঙ্কা


এতদিন আন্তর্জাতিক একদিনের ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ছিল ৫০০ টাকা। সিএবির তরফে জানানো হয়েছে তা বেড়ে হচ্ছে ৬৫০ টাকা। হাজার টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ১,৩০০ টাকা। ১,৫০০ টাকার টিকিট বেড়ে হচ্ছে ১,৯০০ টাকা। শনিবার সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকের পর টিকিটের নতুন দামের তালিকা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিএসটি ‌যোগ হওয়ায় টিকিটের দাম বেড়েছে বলে জানিয়েছেন তিনি।  


ওদিকে অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ইডেনে প্রস্তুতি চলছে জোরকদমে।