বিশ্বকাপে রেকর্ড গড়লেন মিশরের গোলরক্ষক
বিশ্বকাপ অভিষেকেও পেনাল্টি সেভ করেন হাদারি।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড গড়লেন মিশরের গোলরক্ষক এসাম এল-হাদারি। বিশ্বকাপে মিশরের প্রথম দুই ম্যাচে দলে জায়গা পাননি অভিজ্ঞ গোলরক্ষক এসাম এল-হাদারি। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে গড়লেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড।
১৯৯০ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল মিশর। ২৮ বছর পর তারা আবার মূলপর্বে খেলল। কেরিয়ারে পাঁচ বার বিশ্বকাপের বাছাই পর্বে খেলেছেন হাদারি। সোমবার অবশেষে মূল পর্বে খেলার অপেক্ষা শেষ হল তাঁর। ভলগোগ্রাদে সোমবার সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিষেকেই রেকর্ডটি গড়লেন তিনি। ম্যাচের দিন তাঁর বয়স ৪৫ বছর ১৬১ দিন। বেশি বয়সে বিশ্বকাপ অভিষেকেও পেনাল্টি সেভ করেন হাদারি। পরের পেনাল্টিটা অবশ্য আর বাঁচাতে পারেননি তিনি।
এর আগে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ডটি ছিল কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের দখলে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে কলম্বিয়ার শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে রেকর্ডটি গড়েন ৪৩ বছর ৩দিন বয়সী মন্দ্রাগন। মজার বিষয় রাশিয়া বিশ্বকাপে তিনজন কোচ রয়েছেন যাঁরা বয়সে হাদারির চেয়ে ছোট। এই তিন জন হলেন- সেনেগালের আলিয়ু সিসে, সার্বিয়ার ম্লাদেন ক্রাস্তাইচ ও বেলজিয়ামের রবের্তো মার্টিনেজ।
আরও পড়ুন- রোনাল্ডোকে পাশে পেলেন মেসি!