ড্র `এল ক্লাসিকো`, লা লিগায় অপরাজিত বার্সেলোনা
১০ জনের বার্সার বিরুদ্ধে ২-২ ড্র করল রিয়াল। লা লিগায় অপরাজিত থাকল বার্সেলোনা। শেষ এল ক্লাসিকো খেলে ফেললেন আন্দ্রে ইনিয়েস্তা।
নিজস্ব প্রতিবেদন : লা লিগার খেতাব জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। তবু নূ ক্যাম্পে রবিবাসরীয় রিয়াল-বার্সা এল ক্লাসিকো নাটকীয়তায় ভরা। মরসুমের শেষ এল ক্লাসিকোয় গোল করলেন রোনাল্ডো-মেসি। হলুদ কার্ডের ছড়াছড়ি, সঙ্গে লাল কার্ড। ১০ জনের বার্সার বিরুদ্ধে ২-২ ড্র করল রিয়াল। লা লিগায় অপরাজিত থাকল বার্সেলোনা। শেষ এল ক্লাসিকো খেলে ফেললেন আন্দ্রে ইনিয়েস্তা।
মেসি-সুয়ারেজের যুগলবন্দিতে ম্যাচের দশ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দিলেন সুয়ারেজ। ৪মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর ব্যাক হিলে টনি ক্রুসের ক্রস পেয়ে যান করিম বেনজেমা। বেনজেমার হেডের পর সঙ্গে লেগে থাকা জেরার্ড পিকে'কে ফাঁকি দিয়ে দু'গজ দূর থেকে বল জালে পাঠান সিআর সেভেন।
আরও পড়ুন- রেঞ্জার্সের দায়িত্বে স্টিভেন জেরার্ড
প্রথমার্ধের ইনজুরি টাইমে সের্জিও রবের্তোকে লাল কার্ড দেখালে ১০ জনে দ্বিতীয়ার্ধ শুরু করে বার্সেলোনা। গোল করার সময় চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০ জনের বার্সেলোনাকেও এগিয়ে দিলেন লিওনেল মেসি। ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। ৭২ মিনিটে গ্যারেথ বেলের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৩ মিনিট পরেই বার্সার বক্সে মার্সেলোকে ফাউল করলেও পেনাল্টি দেননি রেফারি। ম্যাচের শেষ ১০ মিনিটে দু'দল সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হল মরসুমের শেষ এল ক্লাসিকো।