জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানটান উত্তেজক ম্যাচে লড়ছে দুই দল। ইংরেজদের জোরে বোলাররা কামব্যাক করার জন্য দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ইনিংসে ২৫৭ রানে এগিয়ে ছিল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ভারত। ফলে এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে হলে বেন স্টোকসের (Ben Stokes) দলকে ৩৭৮ রান করতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩ উইকেট হারিয়ে ১২৫ রান হাতে নিয়ে চতুর্থ দিন ক্রিজে নেমেছিলেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। এরপর দুজন মিলে রান গড়ে তোলার চেষ্টা করলেও, দলের রান যখন ১৫৩ তখন পূজারা (৬৬) ফিরে যান। পন্থ (৫৩) জখন ফিরে যান, তখন দলের রান ৬ উইকেটে ১৯৮ রান। স্টোকস, স্টুয়ারট ব্রড ও ম্যাথু পটসের দাপটে আর কোনও ভারতীয় ব্যাটার সবিধা করতে পারেননি। অধিনায়ক স্টোকস ৩৩ রানে ৪ উইকেট নিলেন। 


চলতি সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি যদি ফের একবার আগুন ঝরাতে পারেন, তাহলে ভারত ফের একবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতবে। এর আগে ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। 


আরও পড়ুন: Barmy Army-Virat Kohli: কোহলি ফিরতেই গ্যালারিতে বার্মি আর্মির চূড়ান্ত বিদ্রুপ! চর্চায় ভাইরাল ভিডিও


আরও পড়ুন: AB de Villiers: 'টেস্ট ক্রিকেটে দেখা আমার অন্যতম সেরা!' এই ভারতীয় জুটিতে মোহিত 'মিস্টার ৩৬০'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)