Sachin Tendulkar and Sourav Ganguly | ENG vs IND: ফের একবার মাঠে দুই ওপেনার সচিন-সৌরভ
সচিন-সৌরভের ওপেনিং জুটি এক দিনের ক্রিকেটে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছিলেন। সেই রান এখনও টপকাতে পারেনি কোনও জুটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক দিন আগে বন্ধুর ৫০তম জন্মদিনের প্রি-বার্থ ডে সেলিব্রেশনে উপস্থিত ছিলেন। টিম ইন্ডিয়ার (Team India) দুই প্রাক্তন ওপেনার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মেতে উঠেছিলেন আড্ডায়। শ্যাম্পেনে চলেছিল বন্ধুত্বের সেলিব্রেশন। সেই জুটিকে ফের একবার লর্ডসে (Lords) দেখা গেল। সঙ্গে ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলি।
বৃহস্পতিবার 'হোম অফ ক্রিকেট'-এর কর্পোরেট বক্সে দেখা গেল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে। ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে দেখলেন দুই বন্ধু। দু’জনের ব্লেজারের পকেটেই রয়েছে লাল রুমাল।
সচিন-সৌরভের ওপেনিং জুটি এক দিনের ক্রিকেটে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছিলেন। সেই রান এখনও টপকাতে পারেনি কোনও জুটি।
শুধু নেটিজেনরা নন, ধারাভাষ্যকাররাও বিসিসিআই সভাপতি এবং সচিনের বিষয়ে কথা বলতে থাকেন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেন বলেন, 'একদিনের ক্রিকেটে ওই দুই ভদ্রলোক - সচিন এবং সৌরভের মধ্যে ২১ টি শতরান পার্টনারশিপ আছে।' কিছুক্ষণ পর টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেন, 'হ্যাঁ। দারুণ ওপেনিং জুটি। বাঁহাতি, ডানহাতি ব্যাটিং জুটি। ওপেন করতে নেমে একদিনের ক্রিকেটে ৬,০০০ রান করেছে। সত্যিই দুর্দান্ত!'
তবে শুধু সচিন-সৌরভ নন, এই ম্যাচ দেখতে আরও দুই অভিন্ন হৃদয় বন্ধুও উপস্থিত ছিলেন। ম্যাচ দেখলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও সুরেশ রায়না (Suresh Raina)। সেই ছবি টুইটারে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
আরও পড়ুন: Exclusive | Ravichandran Ashwin : অশ্বিনের 'ব্লাইন্ড স্পট' ইস্যুর পাশে বাংলার তিন স্পিনার
আরও পড়ুন: Ousmane Dembele : আরও দুই বছরের জন্য বার্সেলোনাতে রয়ে গেলেন দেম্বেলে